Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

  • Reporter Name
  • Update Time : ০৩:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ১২ Time View

নিজ দেশে চার বাংলাদেশি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ভারত। এই চ্যানেলগুলো হলো যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহোনা টিভি।

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত অনুরোধ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে বলে এক এক প্রতিবেদনে জানিয়েছে মুক্ত ফ্যাক্টচেকিং সাইট ডিসমিসল্যাব।

প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রতিবেদন প্রকাশে সময় (গতকাল শুক্রবার রাত ৮টা পর্যন্ত) পর্যন্ত চ্যানেলগুলোতে প্রবেশ করা যায়নি। ভারতের ভূখণ্ডের কোনো এলাকায় এই চার টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল আর দেখা যাচ্ছে না। দেশটির ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসছে। সেখানে বলা হয়েছে, ‘এই কনটেন্টটি বর্তমানে এ দেশে প্রদর্শনযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

ইউটিউব কর্তৃপক্ষ ইতোমধ্যে বাংলাদেশি এই চার টিভি চ্যানেলের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে নোটিশ দিয়েছে। যমুনা টিভির কর্তৃপক্ষ ডিসমিসল্যাবের কাছে স্বীকার করেছেন যে তারা নোটিশ পেয়েছেন। সেই নোটিশে বলা হয়েছে, “ভারতের সরকারের কাছ থেকে আমাদের কাছে এই মর্মে অনুরোধ করা হয়েছে যে আপনার কন্টেন্টগুলোর সম্প্রচার যেন দেশটিতে বন্ধ করা হয়, কারণ আপনার সম্প্রচারিত কন্টেন্টগুলো ভারতের জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে…এই কারণে এখন থেকে আপনার চ্যানেলে আপলোড করা কন্টেন্টগুলো আর ভারতে প্রদর্শন বা সম্প্রচার করা হবে না।”

বিষয়টি যাচাইয়ের জন্য ডিসমিসল্যাব ভিপিএনে (ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) যুক্ত হয়ে আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানায় ভারতীয় অবস্থান নিশ্চিত করার পর ইউটিউবের অফিশিয়াল সাইটে গিয়ে তাদের তালিকাভুক্ত ৩৮টি বাংলাদেশি সংবাদ ও মিডিয়া চ্যানেল যাচাই করেছে। এগুলোর মধ্যে যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভিতে প্রবেশ করা যায়নি। পাশাপাশি চ্যানেলগুলোতে জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি নির্দেশনাসংবলিত বার্তাও দেখা গেছে।

পাশাপাশি, এই চার চ্যানেলের ইউটিউব লিংক নয়াদিল্লি ও কলকাতাভিত্তিক দুজন সাংবাদিককে পাঠিয়েছে ডিসমিসল্যাব। তারাও নিশ্চিত করেছেন যে চ্যানেল চারটিতে প্রবেশ করা যাচ্ছে না। এর একটি স্ক্রিন রেকর্ডও তারা ডিসমিসল্যাবকে প্রদান করেছেন।

ভারতের ‘ইন্টারমিডিয়ারি গাইডলাইনস ও ডিজিটাল মিডিয়া এথিকস কোড রুলস’ আইন মেনে চলে ইউটিউব। এ আইনের আওতায় ভারত সরকার কোনো কনটেন্ট ও চ্যানেলকে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে।

কাশ্মিরের পেহেলগামে ২৬ জন পর্যটককে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ মে ভারত অপারেশন সিঁদুর নামে এক অভিযানের অংশ হিসেবে পাকিস্তানে হামলা চালায়। পাকিস্তানও পাল্টা জবাব দেয়।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে। এ নিয়ে দ্য ওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছে, এটা ভারতের সংবিধানে প্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে এক্স (সাবেক টুইটার) জানিয়েছে, ভারত সরকার আট হাজারের বেশি ‘অ্যাকাউন্ট’ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।

ভারতের নির্দেশে এক ডজনের বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং রাজনীতিবিদ ও তারকাদের ইনস্টাগ্রাম আইডি ভারতে ব্লক করা হয়েছে বলেও উল্লেখ করা হয় ডিসমিসল্যাবের প্রতিবেদনে।

সূত্র : ইউএনবি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

Update Time : ০৩:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

নিজ দেশে চার বাংলাদেশি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ভারত। এই চ্যানেলগুলো হলো যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহোনা টিভি।

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত অনুরোধ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে বলে এক এক প্রতিবেদনে জানিয়েছে মুক্ত ফ্যাক্টচেকিং সাইট ডিসমিসল্যাব।

প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রতিবেদন প্রকাশে সময় (গতকাল শুক্রবার রাত ৮টা পর্যন্ত) পর্যন্ত চ্যানেলগুলোতে প্রবেশ করা যায়নি। ভারতের ভূখণ্ডের কোনো এলাকায় এই চার টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল আর দেখা যাচ্ছে না। দেশটির ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসছে। সেখানে বলা হয়েছে, ‘এই কনটেন্টটি বর্তমানে এ দেশে প্রদর্শনযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

ইউটিউব কর্তৃপক্ষ ইতোমধ্যে বাংলাদেশি এই চার টিভি চ্যানেলের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে নোটিশ দিয়েছে। যমুনা টিভির কর্তৃপক্ষ ডিসমিসল্যাবের কাছে স্বীকার করেছেন যে তারা নোটিশ পেয়েছেন। সেই নোটিশে বলা হয়েছে, “ভারতের সরকারের কাছ থেকে আমাদের কাছে এই মর্মে অনুরোধ করা হয়েছে যে আপনার কন্টেন্টগুলোর সম্প্রচার যেন দেশটিতে বন্ধ করা হয়, কারণ আপনার সম্প্রচারিত কন্টেন্টগুলো ভারতের জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে…এই কারণে এখন থেকে আপনার চ্যানেলে আপলোড করা কন্টেন্টগুলো আর ভারতে প্রদর্শন বা সম্প্রচার করা হবে না।”

বিষয়টি যাচাইয়ের জন্য ডিসমিসল্যাব ভিপিএনে (ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) যুক্ত হয়ে আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানায় ভারতীয় অবস্থান নিশ্চিত করার পর ইউটিউবের অফিশিয়াল সাইটে গিয়ে তাদের তালিকাভুক্ত ৩৮টি বাংলাদেশি সংবাদ ও মিডিয়া চ্যানেল যাচাই করেছে। এগুলোর মধ্যে যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভিতে প্রবেশ করা যায়নি। পাশাপাশি চ্যানেলগুলোতে জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি নির্দেশনাসংবলিত বার্তাও দেখা গেছে।

পাশাপাশি, এই চার চ্যানেলের ইউটিউব লিংক নয়াদিল্লি ও কলকাতাভিত্তিক দুজন সাংবাদিককে পাঠিয়েছে ডিসমিসল্যাব। তারাও নিশ্চিত করেছেন যে চ্যানেল চারটিতে প্রবেশ করা যাচ্ছে না। এর একটি স্ক্রিন রেকর্ডও তারা ডিসমিসল্যাবকে প্রদান করেছেন।

ভারতের ‘ইন্টারমিডিয়ারি গাইডলাইনস ও ডিজিটাল মিডিয়া এথিকস কোড রুলস’ আইন মেনে চলে ইউটিউব। এ আইনের আওতায় ভারত সরকার কোনো কনটেন্ট ও চ্যানেলকে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে।

কাশ্মিরের পেহেলগামে ২৬ জন পর্যটককে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ মে ভারত অপারেশন সিঁদুর নামে এক অভিযানের অংশ হিসেবে পাকিস্তানে হামলা চালায়। পাকিস্তানও পাল্টা জবাব দেয়।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে। এ নিয়ে দ্য ওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছে, এটা ভারতের সংবিধানে প্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে এক্স (সাবেক টুইটার) জানিয়েছে, ভারত সরকার আট হাজারের বেশি ‘অ্যাকাউন্ট’ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।

ভারতের নির্দেশে এক ডজনের বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং রাজনীতিবিদ ও তারকাদের ইনস্টাগ্রাম আইডি ভারতে ব্লক করা হয়েছে বলেও উল্লেখ করা হয় ডিসমিসল্যাবের প্রতিবেদনে।

সূত্র : ইউএনবি