Dhaka ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাউদাম্পটনের দু:খ ভুলতে চান ইংলিশরা

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • ১৫৭ Time View
ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। সাউদাম্পটনের দু:খ ভুলে ম্যানচেস্টারে ঘুরে দাঁড়াতে নিজেদের সবটুকু উজাড় করে দেয়ার প্রতিজ্ঞা অধিনায়ক জো রুটের। সিরিজ জেতার লক্ষ্য নিয়ে আরো ভালো ক্রিকেট খেলার প্রত্যয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।
ইংলিশরা কাজের কাজটা করেছে। মাঠে ক্রিকেট ফিরিয়েছে। সে পর্বটাতো পার হয়ে গেছে। এখন মাঠের খেলা নিয়ে তাদের চিন্তা বেড়েছে। সাউদাম্পটনের গল্প ভুলে ম্যানচেস্টারে নতুন শুরুর আশা ইংলিশদের।
দায়িত্ব নিয়ে ফিরেছেন নিয়মিত ক্যাপ্টেন জো রুট। অভাগা জো ডেনলির তাতে কপাল পুড়েছে। রাগ অভিমান নিয়ে আর কত? আগের টেস্টে বাদ পড়া স্টুয়ার্ট ব্রডও ফিরছেন। ভাগ্য খুলতে পারে ক্রিস ওকসেরও। বিশ্রামে জিমি অ্যান্ডারসন ও মার্ক উড। ২য় টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের স্কোয়াডে জায়গা হয়েছে স্যাম কুরান ও ওলি রবিনসনের।
মাঠে নামার আগে প্রস্তুতিতে বাধা দিয়েছে বৃষ্টি।  ইনডোরে সেশন করেছেন স্টোকস, বাটলাররা। উইকেটটাও সেভাবে দেখা হয়নি। তাই খুব ভেবেচিন্তে একাদশ নির্বাচন করতে চান জো রুট। একইসঙ্গে বাদ পড়াদের নিয়েও আশার কথা শোনান ইংলিশ ক্যাপ্টেন।
জো রুট বলেন, কাউকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া খুব কঠিন। আর জো ডেনলির ক্ষেত্রে তো আরো কঠিন। সে দীর্ঘদিন ধরে দুর্দান্ত খেলছে। দল হিসেবে আমাদের প্রতিষ্ঠা পাওয়ার পেছনে তার অনেক অবদান আছে। এমন সিদ্ধান্তে নিশ্চিত সে হতাশ হবে। কিন্তু আমি মনে করি তার সামনে সুযোগ আসবে।
উইন্ডিজের অতশত চিন্তা নেই। একাদশ নিয়ে খুব একটা ভাবনাও নেই। তবে কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। স্পিন বিভাগ শক্তিশালী করতে রোস্টন চেজের পাশাপাশি একাদশে রাখা হতে পারে বিগম্যান রাকিম কর্নওয়ালকে। তা হলে ব্যাটিং লাইনআপে একধাপ উপরে উঠে আসবেন ক্যাপ্টেন জেসন হোল্ডার। শেই হোপ কে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সাদা পোষাকে সময়টা মোটেও ভালো যাচ্ছেনা। তবে হোপকে আশা দেখাচ্ছেন অধিনায়ক হোল্ডর।
জেসন হোল্ডার বলেন, শেই অসাধারণ একজন ক্রিকেটার। সবশেষ আমরা যখন ইংল্যান্ডে খেলেছি তখনও সে দুর্দান্ত খেলেছিলো। অবশ্যই তার ওয়ানডে ফর্ম খুব ভালো। টেস্টে লড়াই করেছে। তবে তার উপর আমার পূর্ণ আস্থা আছে।
প্রথম টেস্ট জেতায় অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হতে পারে। জেসন হোল্ডার মনে করেন, সিরিজ জিততে হলো আরো ভালো ক্রিকেট খেলতে হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

সাউদাম্পটনের দু:খ ভুলতে চান ইংলিশরা

Update Time : ০৮:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। সাউদাম্পটনের দু:খ ভুলে ম্যানচেস্টারে ঘুরে দাঁড়াতে নিজেদের সবটুকু উজাড় করে দেয়ার প্রতিজ্ঞা অধিনায়ক জো রুটের। সিরিজ জেতার লক্ষ্য নিয়ে আরো ভালো ক্রিকেট খেলার প্রত্যয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।
ইংলিশরা কাজের কাজটা করেছে। মাঠে ক্রিকেট ফিরিয়েছে। সে পর্বটাতো পার হয়ে গেছে। এখন মাঠের খেলা নিয়ে তাদের চিন্তা বেড়েছে। সাউদাম্পটনের গল্প ভুলে ম্যানচেস্টারে নতুন শুরুর আশা ইংলিশদের।
দায়িত্ব নিয়ে ফিরেছেন নিয়মিত ক্যাপ্টেন জো রুট। অভাগা জো ডেনলির তাতে কপাল পুড়েছে। রাগ অভিমান নিয়ে আর কত? আগের টেস্টে বাদ পড়া স্টুয়ার্ট ব্রডও ফিরছেন। ভাগ্য খুলতে পারে ক্রিস ওকসেরও। বিশ্রামে জিমি অ্যান্ডারসন ও মার্ক উড। ২য় টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের স্কোয়াডে জায়গা হয়েছে স্যাম কুরান ও ওলি রবিনসনের।
মাঠে নামার আগে প্রস্তুতিতে বাধা দিয়েছে বৃষ্টি।  ইনডোরে সেশন করেছেন স্টোকস, বাটলাররা। উইকেটটাও সেভাবে দেখা হয়নি। তাই খুব ভেবেচিন্তে একাদশ নির্বাচন করতে চান জো রুট। একইসঙ্গে বাদ পড়াদের নিয়েও আশার কথা শোনান ইংলিশ ক্যাপ্টেন।
জো রুট বলেন, কাউকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া খুব কঠিন। আর জো ডেনলির ক্ষেত্রে তো আরো কঠিন। সে দীর্ঘদিন ধরে দুর্দান্ত খেলছে। দল হিসেবে আমাদের প্রতিষ্ঠা পাওয়ার পেছনে তার অনেক অবদান আছে। এমন সিদ্ধান্তে নিশ্চিত সে হতাশ হবে। কিন্তু আমি মনে করি তার সামনে সুযোগ আসবে।
উইন্ডিজের অতশত চিন্তা নেই। একাদশ নিয়ে খুব একটা ভাবনাও নেই। তবে কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। স্পিন বিভাগ শক্তিশালী করতে রোস্টন চেজের পাশাপাশি একাদশে রাখা হতে পারে বিগম্যান রাকিম কর্নওয়ালকে। তা হলে ব্যাটিং লাইনআপে একধাপ উপরে উঠে আসবেন ক্যাপ্টেন জেসন হোল্ডার। শেই হোপ কে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সাদা পোষাকে সময়টা মোটেও ভালো যাচ্ছেনা। তবে হোপকে আশা দেখাচ্ছেন অধিনায়ক হোল্ডর।
জেসন হোল্ডার বলেন, শেই অসাধারণ একজন ক্রিকেটার। সবশেষ আমরা যখন ইংল্যান্ডে খেলেছি তখনও সে দুর্দান্ত খেলেছিলো। অবশ্যই তার ওয়ানডে ফর্ম খুব ভালো। টেস্টে লড়াই করেছে। তবে তার উপর আমার পূর্ণ আস্থা আছে।
প্রথম টেস্ট জেতায় অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হতে পারে। জেসন হোল্ডার মনে করেন, সিরিজ জিততে হলো আরো ভালো ক্রিকেট খেলতে হবে।