বাগেরহাট জেলা প্রতিনিধি :
কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘর উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা সুলতানার সই করা একটি চিঠিতে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী প্রবেশের অনুমতির কথা জনান।
ফলে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর পুনরায়
দর্শনার্থীদের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘর উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে কারনে এ বছর ১৯ মার্চ থেকে ষাটগম্বুজ মসজিদ, বাগেরহাট যাদুঘরসহ অন্যান্য প্রত্নস্থলগুলো বন্ধ হয়ে গিয়েছিল।
এ বিষয়ে বাগেরহাট প্রত্নতত্ত্ব বিভাগের কাষ্টোডিয়ান গোলাম ফেরদৌস জানান,স্বাস্থ্যবিধি মেনে আগের মতো সরকারিভাবে নির্ধারিত টিকিট কেটে সকাল ১০টা থেকে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই সকল প্রকার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
তবে আগের মত এক সাথে অধিক লোক প্রবেশ কোরতে পারবে না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
এ দিকে আজ প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় টিকিট কেটে পর্যটক ও দর্শনার্থীদের ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘরে প্রবেশ করতে দেখা গেছে। প্রথম দিনে পর্যটক ও দর্শনার্থীদের সংখ্যা ছিল তুলনামূলক হারে একটু কম।
শিরোনাম:
ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘর উন্মুক্ত করে দেওয়া হচ্ছে আজ
-
Reporter Name
- Update Time : ১১:১৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- ১৫৭ Time View
Tag :
Popular Post