Dhaka ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সফরে ক্রিকেটে ফিরবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
  • ১০৭ Time View

আগামী ২৯ অক্টোবর শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সেই সময়ে শ্রীলঙ্কা সফরে থাকবে টাইগাররা। আর সব ঠিক থাকলে হয়তো এই সফরেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আর বিকেএসপিতে সেপ্টেম্বরের শুরুতেই সাকিব এই প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করবেন।

জানা যায়, ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে টাইগার বাহিনী। তবে আগে গেলেও প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে ২৪ অক্টোবর। আর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। টেস্ট সিরিজের পর হবে টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিবের।

সাকিবের নিষেধাজ্ঞার সময় শেষের দিকে চলে আসায় তাকে ফেরানোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বুধবার এক বৈঠকে সাকিবকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকায় মানসিক ও শারীরিকভাবে সাকিব কোন পর্যায়ে আছেন, এসব নিশ্চিত হওয়ার পরই সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, এটা আসলে বেশ কিছু ব্যাপারের ওপর নির্ভর করে। ও কেমন ফিট আছে বা কেমন থাকতে পারে ঐ সময়, সেটা দেখতে হবে। ২৯ অক্টোবরের আগে ও জাতীয় দলের সঙ্গে কোনো কার্যক্রমে যুক্ত হতে পারছে না। ফলে ওর ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটা কঠিন হবে। আমরা কোচ ও নির্বাচকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব।’

আকরাম খান আরও বলেছেন, ‘সাকিবের ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। আরও আলোচনার বিষয় আছে। কী নিয়ম আছে আইসিসির, সেটা আমরা জেনে তারপরই এগোবো। এখনও কিন্তু আলাপ-আলোচনা বাকি আছে। সে মুক্ত হবে ২৯ অক্টোবর। আমরা যতটুকু জানি, সে দলের সাথে অনুশীলন করতে পারবে না।’

এদিকে কোচ রাসেল ডমিঙ্গো ক্রিকইনফোর সঙ্গে আলাপ করতে গিয়ে বলেছেন, করোনার কারণে অন্য ক্রিকেটারদের সঙ্গে তেমন কোনো পার্থক্য নেই সাকিবের, ‘স্কোয়াডের বাকিরা ছয়-সাত মাস বাইরে থাকায় তাদের সঙ্গে আর সাকিবের খুব একটা পার্থক্য আছে বলে আমি মনে করি না। আমরা আশা করি যে, সব খেলোয়াড় ফিট থাকবে এবং সবাই ফিটনেস লেভেলের হিসাবে নিজেদের সর্বোচ্চ মানে রাখতে পারবে।’

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা সাকিব সেপ্টেম্বরের শুরু থেকে বিকেএসপিতে ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন। চলতি মাসের শেষেই তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এই অনুশীলনে তাকে সহায়তা করবেন তার পুরোনো শিক্ষক নাজমুল আবেদীন ফাহিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

শ্রীলঙ্কা সফরে ক্রিকেটে ফিরবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার

Update Time : ০৫:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০

আগামী ২৯ অক্টোবর শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সেই সময়ে শ্রীলঙ্কা সফরে থাকবে টাইগাররা। আর সব ঠিক থাকলে হয়তো এই সফরেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আর বিকেএসপিতে সেপ্টেম্বরের শুরুতেই সাকিব এই প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করবেন।

জানা যায়, ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে টাইগার বাহিনী। তবে আগে গেলেও প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে ২৪ অক্টোবর। আর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। টেস্ট সিরিজের পর হবে টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিবের।

সাকিবের নিষেধাজ্ঞার সময় শেষের দিকে চলে আসায় তাকে ফেরানোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বুধবার এক বৈঠকে সাকিবকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকায় মানসিক ও শারীরিকভাবে সাকিব কোন পর্যায়ে আছেন, এসব নিশ্চিত হওয়ার পরই সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, এটা আসলে বেশ কিছু ব্যাপারের ওপর নির্ভর করে। ও কেমন ফিট আছে বা কেমন থাকতে পারে ঐ সময়, সেটা দেখতে হবে। ২৯ অক্টোবরের আগে ও জাতীয় দলের সঙ্গে কোনো কার্যক্রমে যুক্ত হতে পারছে না। ফলে ওর ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটা কঠিন হবে। আমরা কোচ ও নির্বাচকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব।’

আকরাম খান আরও বলেছেন, ‘সাকিবের ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। আরও আলোচনার বিষয় আছে। কী নিয়ম আছে আইসিসির, সেটা আমরা জেনে তারপরই এগোবো। এখনও কিন্তু আলাপ-আলোচনা বাকি আছে। সে মুক্ত হবে ২৯ অক্টোবর। আমরা যতটুকু জানি, সে দলের সাথে অনুশীলন করতে পারবে না।’

এদিকে কোচ রাসেল ডমিঙ্গো ক্রিকইনফোর সঙ্গে আলাপ করতে গিয়ে বলেছেন, করোনার কারণে অন্য ক্রিকেটারদের সঙ্গে তেমন কোনো পার্থক্য নেই সাকিবের, ‘স্কোয়াডের বাকিরা ছয়-সাত মাস বাইরে থাকায় তাদের সঙ্গে আর সাকিবের খুব একটা পার্থক্য আছে বলে আমি মনে করি না। আমরা আশা করি যে, সব খেলোয়াড় ফিট থাকবে এবং সবাই ফিটনেস লেভেলের হিসাবে নিজেদের সর্বোচ্চ মানে রাখতে পারবে।’

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা সাকিব সেপ্টেম্বরের শুরু থেকে বিকেএসপিতে ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন। চলতি মাসের শেষেই তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এই অনুশীলনে তাকে সহায়তা করবেন তার পুরোনো শিক্ষক নাজমুল আবেদীন ফাহিম।