Dhaka ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রুপসী : শাহরিন সুলতানা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ১৭৬ Time View

রূপসী
শাহরিন সুলতানা

জীবন আমার বড়ই চতুর

নয়ন মেলিয়া
তোমারে দেখিয়া
এক রাজপ্রাসাদে
পরিয়াছি ললনার ফাঁদে
হৃদয় বরাবর।
রূপময়ী
নিরবে সহি
হেরিনু এক অচেনাকে
তোমারি সনে
তুমিও হেরিছিলে আমারে
এক পলকে
বহু আলাপ মনে মনে
হৃদয় জুড়ে।
আমি ভাবিনি
আবারও হইবে দেখা
ওগো হ্রদয় সঙ্গিনী
বহুর মাঝে তুমি একলা
পলকের ঔষধীনি
দূরীকরনে মনব্যাথা
ঝিলিক হাসিনী
কইওনা তুমি কথা
আমি যাইব হারি
নিস্তব্ধতায়
তোমারি বর্নমালায়
ব্যস্ততার সীমা ফারি;
কন্ঠ তোমারি
দিশা কারি
আমার মনখানি
লইবে টানি
দেহখানি অচেতনে
যাইবে জমিনে পড়ি
সে দায় তো তোমারি
ক্ষনে ক্ষনে;
ওষ্ঠের কম্পাঙ্কে, তরঙ্গে
স্থলে, অদৃশ্য কল্লোলে
হইব ভাসমান
মনোযোগে হাবুডুবু
চঞ্চলতা তামান
নিমিষেই কাবু।
অর্ধমুখ ঢাকিয়া কেশে
চক্ষু আলাপন শেষে
অচিন সনে
তাকি আমার পানে
চলিলে দিশায়
আমি ডুবি ঈর্ষায়।
নির্ঘুম রাত
আমি কাটাইনি
তোমারি বন্দনায়
প্রার্থনায়
চাহিনি ক তোমারি সাথ
আমি অশ্রু ও ঝড়াইনি।
চিরকাল কাটুক তোমায় ভালোবেসে
হেরি, ঐ ঘনিয়া আসে বাস্তবতা মানিবার সময়
আমি কভুই তোমারি পাশে
দাঁড়াইবার মতন নই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

রুপসী : শাহরিন সুলতানা

Update Time : ১২:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

রূপসী
শাহরিন সুলতানা

জীবন আমার বড়ই চতুর

নয়ন মেলিয়া
তোমারে দেখিয়া
এক রাজপ্রাসাদে
পরিয়াছি ললনার ফাঁদে
হৃদয় বরাবর।
রূপময়ী
নিরবে সহি
হেরিনু এক অচেনাকে
তোমারি সনে
তুমিও হেরিছিলে আমারে
এক পলকে
বহু আলাপ মনে মনে
হৃদয় জুড়ে।
আমি ভাবিনি
আবারও হইবে দেখা
ওগো হ্রদয় সঙ্গিনী
বহুর মাঝে তুমি একলা
পলকের ঔষধীনি
দূরীকরনে মনব্যাথা
ঝিলিক হাসিনী
কইওনা তুমি কথা
আমি যাইব হারি
নিস্তব্ধতায়
তোমারি বর্নমালায়
ব্যস্ততার সীমা ফারি;
কন্ঠ তোমারি
দিশা কারি
আমার মনখানি
লইবে টানি
দেহখানি অচেতনে
যাইবে জমিনে পড়ি
সে দায় তো তোমারি
ক্ষনে ক্ষনে;
ওষ্ঠের কম্পাঙ্কে, তরঙ্গে
স্থলে, অদৃশ্য কল্লোলে
হইব ভাসমান
মনোযোগে হাবুডুবু
চঞ্চলতা তামান
নিমিষেই কাবু।
অর্ধমুখ ঢাকিয়া কেশে
চক্ষু আলাপন শেষে
অচিন সনে
তাকি আমার পানে
চলিলে দিশায়
আমি ডুবি ঈর্ষায়।
নির্ঘুম রাত
আমি কাটাইনি
তোমারি বন্দনায়
প্রার্থনায়
চাহিনি ক তোমারি সাথ
আমি অশ্রু ও ঝড়াইনি।
চিরকাল কাটুক তোমায় ভালোবেসে
হেরি, ঐ ঘনিয়া আসে বাস্তবতা মানিবার সময়
আমি কভুই তোমারি পাশে
দাঁড়াইবার মতন নই।