Dhaka ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রান্নাঘরে সৃজিতকে সঙ্গ দিলেন কৌশানী, দিলেন নতুন রেসিপি!

  • Reporter Name
  • Update Time : ০৪:১৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১৭ Time View

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’, যে সিনেমা দেখে মানুষ বাঁচতে শিখেছিল। প্রতিকূল অবস্থায় জর্জরিত হয়ে যারা আত্মহত্যা করার রাস্তা বেছে নেয়, তাদের বাঁচার পন্থা খুঁজে দিয়েছিল আনন্দ কর।

এবার ১৩ বছর পর আসতে চলেছে ‘কিলবিল সোসাইটি’, যেখানে আনন্দ কর নয় বরং রয়েছে মৃত্যুঞ্জয় কর। মৃত্যুঞ্জয় মানুষকে বাঁচায় না, বরং যারা স্বেচ্ছামৃত্যুর রাস্তা বেছে নেয়, তাদের আরও সহযোগিতা করে। বলা যায়, একরকম ঠান্ডা মাথায় সিরিয়াল কিলিং!

আগামী ১১ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘কিলবিল সোসাইটি’। তাইতো মুক্তির আগে প্রচারে কমতি রাখছেন না সৃজিত। এবার রান্নাঘরের পর্দায় নিজের নতুন গল্পের রেসিপি নিয়ে হাজির হলেন পরিচালক। আর তাতেই সঙ্গ দিলেন কৌশানী।

সম্প্রতি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায়, কনীনিকার ‘রান্নাঘর’-এর অনুষ্ঠানে হাজির সৃজিত ও কৌশানী। এ সময় সঞ্চালক সৃজিত ও কৌশানীকে পরিচয় করিয়ে দেন।

এরপর সৃজিত বলেন, ‘যেভাবে সকলকে হেমলক সোসাইটিকে ভালোবেসেছিলেন, সেভাবেই কিলবিল সোসাইটিকেও ভালোবাসা দিন। আর অতি অবশ্যই পরমব্রত ওরফে মৃত্যুঞ্জয় কর এবং পূর্ণা ওরফে কৌশানীকেও ভালোবাসা দিন।’

রান্নাঘরে কৌশানী এবং সৃজিতকে নতুন এক রেসিপি নিয়ে রান্না করতেও দেখা যায়। এছাড়াও আড্ডায় গানে ভরে ওঠে পুরো অনুষ্ঠান।

প্রসঙ্গত, কিলবিল সোসাইটিতে এমন একটি মেয়ের গল্প, যার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। বারবার আত্মহত্যা করার চেষ্টা করেও সে পারে না। অবশেষে সে নিজের মৃত্যুর জন্য লোক ভাড়া করে, যে তাকে মৃত্যু উপহার দেবে। এখান থেকেই শুরু হয় গল্প।

পরমব্রত এবং কৌশানি ছাড়া এই সিনেমায় অভিনয় করছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অরিজিতা মুখার্জি ও অনিন্দ্য চ্যাটার্জি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

রান্নাঘরে সৃজিতকে সঙ্গ দিলেন কৌশানী, দিলেন নতুন রেসিপি!

Update Time : ০৪:১৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’, যে সিনেমা দেখে মানুষ বাঁচতে শিখেছিল। প্রতিকূল অবস্থায় জর্জরিত হয়ে যারা আত্মহত্যা করার রাস্তা বেছে নেয়, তাদের বাঁচার পন্থা খুঁজে দিয়েছিল আনন্দ কর।

এবার ১৩ বছর পর আসতে চলেছে ‘কিলবিল সোসাইটি’, যেখানে আনন্দ কর নয় বরং রয়েছে মৃত্যুঞ্জয় কর। মৃত্যুঞ্জয় মানুষকে বাঁচায় না, বরং যারা স্বেচ্ছামৃত্যুর রাস্তা বেছে নেয়, তাদের আরও সহযোগিতা করে। বলা যায়, একরকম ঠান্ডা মাথায় সিরিয়াল কিলিং!

আগামী ১১ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘কিলবিল সোসাইটি’। তাইতো মুক্তির আগে প্রচারে কমতি রাখছেন না সৃজিত। এবার রান্নাঘরের পর্দায় নিজের নতুন গল্পের রেসিপি নিয়ে হাজির হলেন পরিচালক। আর তাতেই সঙ্গ দিলেন কৌশানী।

সম্প্রতি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায়, কনীনিকার ‘রান্নাঘর’-এর অনুষ্ঠানে হাজির সৃজিত ও কৌশানী। এ সময় সঞ্চালক সৃজিত ও কৌশানীকে পরিচয় করিয়ে দেন।

এরপর সৃজিত বলেন, ‘যেভাবে সকলকে হেমলক সোসাইটিকে ভালোবেসেছিলেন, সেভাবেই কিলবিল সোসাইটিকেও ভালোবাসা দিন। আর অতি অবশ্যই পরমব্রত ওরফে মৃত্যুঞ্জয় কর এবং পূর্ণা ওরফে কৌশানীকেও ভালোবাসা দিন।’

রান্নাঘরে কৌশানী এবং সৃজিতকে নতুন এক রেসিপি নিয়ে রান্না করতেও দেখা যায়। এছাড়াও আড্ডায় গানে ভরে ওঠে পুরো অনুষ্ঠান।

প্রসঙ্গত, কিলবিল সোসাইটিতে এমন একটি মেয়ের গল্প, যার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। বারবার আত্মহত্যা করার চেষ্টা করেও সে পারে না। অবশেষে সে নিজের মৃত্যুর জন্য লোক ভাড়া করে, যে তাকে মৃত্যু উপহার দেবে। এখান থেকেই শুরু হয় গল্প।

পরমব্রত এবং কৌশানি ছাড়া এই সিনেমায় অভিনয় করছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অরিজিতা মুখার্জি ও অনিন্দ্য চ্যাটার্জি।