রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে নগরীর বেলপুকুর থানা এলাকা থেকে দুইজন ও জেলার পুঠিয়া থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য আবদুল হান্নান (৩৯) ও শহিদুল ইসলামকে (৩১) এবং জেলার পুঠিয়া থানা এলাকা থেকে জিয়াউর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়। জিয়াউর রহমান জেএমবির পুঠিয়া থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনজনকেই থানা পুলিশে সোপর্দ করেছে র্যাব। এ নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাও দায়ের করা হয়েছে।
শিরোনাম:
রাজশাহীতে র্যাবের পৃথক অভিযানে জঙ্গি সংগঠনের তিন সদস্য গ্রেফতার
-
Reporter Name
- Update Time : ০৮:৪৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- ১৭২ Time View
Tag :
Popular Post