মোংলা প্রতিনিধি:
মোংলায় চিহ্নিত মাদক সম্রাজ্ঞি হিসেবে খ্যাত তারাবানুকে আবারো আটক করেছে মোংলা থানা পুলিশ।
১৯ সেপ্টেম্বর শনিবার আনুমানিক রাত ৯ টায় কুমারখালী এলাকায় নিজ বাসা থেকে এই মাদক সম্রাজ্ঞি কে আটক করে মোংলা থানা পুলিশ।
সে মাদক মামলায় আটক হয়ে ১৪ বছরের সাজাও খেটেছেন। সাজাখাটার পরও সে মাদক ব্যবসা ছাড়তে পারেনি। মাদকের সাথে জড়িত থাকায় সে প্রশাসনের হাতে আটক হয়েছে তিনবার। জামিনে ছাড়া পেয়ে পরে পলাতক থাকায়।সে তিন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।
মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, যেহেতু তারাবানু তিনটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ঐ মামলায় তাকে রবিবার আদালতে পাঠানো হবে।
এদিকে তারাবানু আটকের খবরে মোংলার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
শিরোনাম:
মোংলায় চিহ্নিত মাদক সম্রাজ্ঞি তারাবানু ফের আটক
-
Reporter Name
- Update Time : ১২:৩৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- ১২৯ Time View
Tag :
Popular Post