মোংলা প্রতিনিধি:
সুশাসন নিশ্চিত ও গনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ষড়যন্ত্রের জাল ছিন্ন মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক – সুজন ও মোংলা নাগরিক সমাজ।
১৩ সেপ্টম্বর রবিবার বেলা ১১ টার সময় মোংলার চৌধুরীর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সুজন’র সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, সুজন মোংলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হাসান গাজি, কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারন সম্পাদক নাজমুল হক, বিএনপি আব্দুস সালাম ব্যাপারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মহাসিন আলী, পরিবেশকর্মী কমলা সরকার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,১০ বছর ধরে মোংলা পোট পৌরসভায় নির্বাচন হয়নি। এই নির্বাচন না হওয়ার পিছনে নিশ্চয় এখানে কোন অদৃশ্য শক্তির ষড়যন্ত্র আছে বলে তারা মনে করেন।
বক্তারা আরো বলেন, ১০ বছরে ৫ হাজার তরুন ভোটার বেড়েছে। তারা এখনো পর্যন্ত পৌরসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। বর্তমান মেয়র জুলফিকার আলীর কঠোর সমালোচনা করেন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সব জটিলতা নিরসন করে দ্রুততম সময়ে মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে দাবি জানান।
উল্লেখ্য,মোংলা পোর্ট পৌরসভার সর্বশেষ নির্বাচন হয়েছে ১৩/০১/২০১১ইং খ্রীস্টাব্দে , প্রথম সভা হয় ২০/০২/২০১১ ইং খ্রীস্টাব্দে।সেই হিসাবে পরবর্তী নির্বাচন হওয়ার কথা ১৯/০২/২০১৬ ইং খ্রীস্টাব্দ তারিখে কিন্তু তা হয়নি।
মানববন্ধন কর্মসূচিতে পৌরসভার কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন।
শিরোনাম:
মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি
-
Reporter Name
- Update Time : ১১:৩১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- ১৪২ Time View
Tag :
Popular Post