লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে হাসিবুল আলম (২৪) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহত হাসিবুল আলম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে হাসিবুলসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক নিজ দেশের ভূখণ্ডে, ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার শীতলকুচি থানার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের একটি টহল দল আকস্মিকভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারা ঘাস কাটতে থাকা বাংলাদেশিদের ধাওয়া করে এবং গুলি ছোড়ে। এ সময় হাসিবুল গুলিবিদ্ধ হলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়।
এ ঘটনার পর বিকেল আনুমানিক ৫টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বিএসএফ গুলিবিদ্ধ হাসিবুলকে বৃহস্পতিবার বিকেলে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করে। তবে বিজিবি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি।
সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল। পতাকা বৈঠকে ফেরতের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরলেও হাসিবুল সুস্থ অবস্থায় ফিরে না আসা পর্যন্ত উদ্বেগ কাটছে না। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবি বলেন, হাসিবুলের গালে গুলি লেগেছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে। বিষয়টি বিএসএফ স্বীকার করেছে। হাসিবুলকে ভারতের কুচবিহার জেলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে তাকে ফেরতের আশ্বাস দিয়েছে বিএসএফ।