Dhaka ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন হাওর ইজারা বন্ধ করতে হবে: ফরিদা আখতার ‘ওয়ারেন্টি দিচ্ছি, দেশের মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে’ ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেটের ঘোষণা আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে : আলী রীয়াজ ট্রাম্প-জিনপিং তৈরি করবে না, মোদিও ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় : নাহিদ ইসলাম আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

বাংলাদেশি যুবককে গুলি করে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ২০ Time View

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে হাসিবুল আলম (২৪) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত হাসিবুল আলম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে হাসিবুলসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক নিজ দেশের ভূখণ্ডে, ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার শীতলকুচি থানার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের একটি টহল দল আকস্মিকভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারা ঘাস কাটতে থাকা বাংলাদেশিদের ধাওয়া করে এবং গুলি ছোড়ে। এ সময় হাসিবুল গুলিবিদ্ধ হলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়।

এ ঘটনার পর বিকেল আনুমানিক ৫টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বিএসএফ গুলিবিদ্ধ হাসিবুলকে বৃহস্পতিবার বিকেলে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করে। তবে বিজিবি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি।

সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল। পতাকা বৈঠকে ফেরতের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরলেও হাসিবুল সুস্থ অবস্থায় ফিরে না আসা পর্যন্ত উদ্বেগ কাটছে না। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবি বলেন, হাসিবুলের ‍গালে গুলি লেগেছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে। বিষয়টি বিএসএফ স্বীকার করেছে। হাসিবুলকে ভারতের কুচবিহার জেলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে তাকে ফেরতের আশ্বাস দিয়েছে বিএসএফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন

বাংলাদেশি যুবককে গুলি করে ধরে নিয়ে গেছে বিএসএফ

Update Time : ০১:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে হাসিবুল আলম (২৪) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত হাসিবুল আলম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে হাসিবুলসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক নিজ দেশের ভূখণ্ডে, ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার শীতলকুচি থানার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের একটি টহল দল আকস্মিকভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারা ঘাস কাটতে থাকা বাংলাদেশিদের ধাওয়া করে এবং গুলি ছোড়ে। এ সময় হাসিবুল গুলিবিদ্ধ হলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়।

এ ঘটনার পর বিকেল আনুমানিক ৫টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বিএসএফ গুলিবিদ্ধ হাসিবুলকে বৃহস্পতিবার বিকেলে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করে। তবে বিজিবি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি।

সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল। পতাকা বৈঠকে ফেরতের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরলেও হাসিবুল সুস্থ অবস্থায় ফিরে না আসা পর্যন্ত উদ্বেগ কাটছে না। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবি বলেন, হাসিবুলের ‍গালে গুলি লেগেছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে। বিষয়টি বিএসএফ স্বীকার করেছে। হাসিবুলকে ভারতের কুচবিহার জেলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে তাকে ফেরতের আশ্বাস দিয়েছে বিএসএফ।