বাংলা আমার মা
শ্রী রাজীব দত্ত
অনেক রক্তে ভিজে এই মাটি,
হে আমার সোনার বাংলা
সোনার মতোই খাঁটি।
মধুর মত মিষ্টি ভাষা
মরণ পরেও তোমাকে পাওয়ার আশা।
দুই বাংলার তারের কাঁটা
কেবল সীমানার গন্ডি ,
ভাষা দুজনাকে এক করে দেয়
মাতৃ ভাষার কাছে আমরা সকলে বন্দি।
সমস্ত বিভেদ ভুলে
বাংলা মায়ের রাঙা চরণকে মাথায় নিয়েছি তুলে।
সর্বক্ষণ গাই তারই জয়ও গান
ভরে উঠুক বাংলা মায়ের সন্তানদের প্রাণ।
কখনো রবি কখনো নজরুল কিংবা বঙ্গবন্ধু
বাংলা মায়ের বীর সন্তান, রয়েছে হাজারে হাজারে
শস্য-শ্যামলা বাংলা মা
সেজে উঠুক হাজারো সৌন্দর্যের বাহারে।
সর্বত্র বিকশিত হোক বাংলা মায়ের নাম
বাংলা ভাষা মোদের গর্ব, বাংলা আমার প্রাণ।