Dhaka ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে

  • Reporter Name
  • Update Time : ০২:৪৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • ১৪১ Time View

বিনোদন ডেস্ক:

বলিউড ভাইজান সালমান খানের দেখা মিলবে সামনের ঈদে। বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে।

দীর্ঘ সময় পর ফের ফুল ফর্মে দেখা মিলবে বলিউডের ‘ভাইজান’ এর। সালমান নিজেই ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন। ১৩ মে মুক্তি পাবে ছবিটি।

ছবির পোস্টার শেয়ার করে সালমান লেখেন, ‘কথা দিয়েছিলাম, ঈদেই আসব..কারণ একবার আমি যখন…’। আসলে সালমান তার সেই জনপ্রিয় সংলাপটির প্রতিই ইঙ্গিত করেছেন। সংলাপটি হলো, ‘একবার যখন আমি প্রতিশ্রুতিবদ্ধ হই, তখন নিজের কথাও শুনি না।’

প্রভু দেবা পরিচালিত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমানের নায়িকার ভূমিকায় আছেন দিশা পাটানি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডাকে। এছাড়াও দেখা যাবে জ্যাকি শ্রফকেও।

‘রাধে’র মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টানাপড়েন। ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহেই ছবিটি মুক্তির আবেদন জানিয়ে সালমানকে চিঠি লিখেছিলেন চিত্র প্রদর্শকেরা। সালমানের ছবির হাত ধরে লকডাউনের লোকসানের পর ফের বক্স অফিসের হাল ফিরবে বলে মনে করছিলেন তারা। নিরাশ করেননি সালমান। জন্মদিনেই কথা দিয়েছিলেন। আর সেই মতো আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে

Update Time : ০২:৪৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১

বিনোদন ডেস্ক:

বলিউড ভাইজান সালমান খানের দেখা মিলবে সামনের ঈদে। বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে।

দীর্ঘ সময় পর ফের ফুল ফর্মে দেখা মিলবে বলিউডের ‘ভাইজান’ এর। সালমান নিজেই ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন। ১৩ মে মুক্তি পাবে ছবিটি।

ছবির পোস্টার শেয়ার করে সালমান লেখেন, ‘কথা দিয়েছিলাম, ঈদেই আসব..কারণ একবার আমি যখন…’। আসলে সালমান তার সেই জনপ্রিয় সংলাপটির প্রতিই ইঙ্গিত করেছেন। সংলাপটি হলো, ‘একবার যখন আমি প্রতিশ্রুতিবদ্ধ হই, তখন নিজের কথাও শুনি না।’

প্রভু দেবা পরিচালিত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমানের নায়িকার ভূমিকায় আছেন দিশা পাটানি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডাকে। এছাড়াও দেখা যাবে জ্যাকি শ্রফকেও।

‘রাধে’র মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টানাপড়েন। ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহেই ছবিটি মুক্তির আবেদন জানিয়ে সালমানকে চিঠি লিখেছিলেন চিত্র প্রদর্শকেরা। সালমানের ছবির হাত ধরে লকডাউনের লোকসানের পর ফের বক্স অফিসের হাল ফিরবে বলে মনে করছিলেন তারা। নিরাশ করেননি সালমান। জন্মদিনেই কথা দিয়েছিলেন। আর সেই মতো আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।