রাজীব দত্ত, কলকাতা মহানগর প্রতিনিধি :
বঙ্গ রাজনীতিতে আবারও চমকপ্রদক আজকের দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সদ্য ঘোষিত সর্বভারতীয় তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে প্রাক্তন তৃণমূল মন্ত্রী মুকুল রায় এবং তার পুত্র শুভ্রাংশু রায় আবার তৃণমূলে যোগদান করলেন।
২০১৭ সালে মুকুল রায় তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। গত বিধানসভা তিনি কৃষ্ণনগর বিধানসভার থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করার পরেও হঠাৎই তার পুরনো দলে ফিরে আসাকে কেন্দ্র করে রয়ে গেছে নানান রকম চাঞ্চল্য ও উত্তেজনা। বেশ কিছুদিন ধরেই একটি চাপানউতোর ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে, তবে আজ সে প্রশ্নের সদুত্তর পাওয়া গেল বিকেল সাড়ে চারটার সময়। মুকুল রায় বিজেপি ত্যাগ করে পুনরায় তার পূর্ব দল তৃণমূলে ফিরে এলেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন “মুকুল তৃণমূল পরিবারের ই পুরনো ছেলে”এবং সেইসঙ্গে বলেছেন “ওল্ড ইজ গোল্ড”।
এবং মুকুল রায় এ বিষয়ে মন্তব্য করেছেন – ” বিজেপি আর করব না বলেই পুরনো দলে ফিরে আসা” । অপরদিকে বিজেপি নেতা সৌমিত্র খাঁ মুকুল রায়কে “মীরজাফর” বলে মত প্রকাশ করেছেন । সাধারণ মানুষের দৃষ্টিতে বঙ্গ রাজনীতিতে বিজেপির ঘরে সত্যিই এক বিশাল আকার ভাঙ্গন হতে চলেছে। নানান রকম পক্ষে, বিপক্ষে মন্তব্যের পাশাপাশি, রাজ্য রাজনীতিতে নানান রকম প্রশ্ন থেকেই যাচ্ছে তবে কি এবার একে একে অন্যান্য নেতৃত্ব বৃন্দ বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পালা?