টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে লুডু জুয়া খেলার অপরাধে ৫ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩রা অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে ৫ জন একত্র হয়ে লুডু জুয়া খেলছিলো।
এ খবর জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম পুলিশ নিয়ে গিয়ে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩১), মোজাহার আলীর ছেলে আনিছুর রহমান (৫০), কফির উদ্দিনের ছেলে সাহেদ আলী (৫০), আতাউর রহমানের ছেলে চাঁন মিয়া (৫০) ও মোবারক আলীর ছেলে ফিরোজ আলী (৩২) কে আটক করে। এরপর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত ওই ৫ জনের ৯শ’ টাকা জরিমানা করে।
এ বিষয়ে ৪ঠা অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন, লুডু দিয়ে জুয়া খেলার অপরাধে ৫ জনের ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানার এসআই আব্দুর রহিম।