টিপু সুলতান, নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর গর্ভধারিণী মাতা পমিজান বেওয়া (৭০) চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ১৭ই জানুয়ারী শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না……. রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী ও বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। আগামীকাল ১৮-০১-২০২১ রোজ সোমবার বাদ জোহর গ্রামের বাড়ীতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও মেয়র পদপ্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, নন্দীগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গের সম্পাদক ও প্রকাশক মো.আবুল কালাম আজাদ (রাজ কালাম), নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র পদপ্রার্থী মোঃ আনিছুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহিন আলম, পৌর বিএনপি’র আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক ফিল্লুর রহমান, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, সাবেক মেয়র ও মেয়র পদপ্রার্থী সুশান্ত কুমার শান্ত, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন আদর, মোঃ আলেকজেন্ডার প্রমুখ।