ফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের শিকার হলো ইউরোপিয়ান জায়ান্ট ইন্টার মিলান। শেষ ষোলোতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইতালিয়ান ক্লাবটি।
বাংলাদেশ সময় মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ফ্লুমিনেন্স আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের ৩য় মিনিটেই জার্মান ক্যানোর গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ইন্টার মিলানের রক্ষণ তা ঠেকাতে সক্ষম হয়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইন্টার মিলান। তবে তাদের আক্রমণগুলো ছিল অনিয়ন্ত্রিত ও ভাগ্যের সহায়তাও মেলেনি। দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে হারকিউলিস ফ্লুমিনেন্সের পক্ষে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।
এর মধ্য দিয়ে দ্বিতীয় ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে শেষ আটে জায়গা করে নিল ফ্লুমিনেন্স। এর আগে বোতাফোগোকে হারিয়ে পালমেইরাস শেষ আটে উঠে যায়।