হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে নবাগত ইউএনও মোঃ মাহাবুবুর রহমান, চিলমারীর সকল প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে উপজেলা হল রুমে আজ দুপুর ১২টায় এক মতবিনিময় সভা করেন।
চিলমারীর সকল উন্নয়ন এবং বিভিন্ন প্রকার বিষয় নিয়ে ঘন্টা ব্যাপী আলোচনা করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুর রহমান বলেনঃ আমরা এবং আপনারা (সাংবাদিকরা) আমাদের মাঝে কোন প্রকার দ্বন্দ্ব থাকবেনা। আমরা সবাই এক হয়ে চিলমারীর উন্নয়নের জন্য কাজ করব, তিনি আরও বলেন, আপনার যখন কোন নিউজ করবেন, তখন সব কিছু ভালো ভাবে দেখে শুনে করবেন, যেন চিলমারীর উন্নয়নের কোন প্রকার ক্ষতি না হয়, সে দিকটা একটু লক্ষ করবেন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ শওকত আলী সরকার (বীরবিক্রম), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ গোলাম ফেরদৌস উপজেলা ভৃমি কর্মকর্তা, মোঃ রেজাউল করিম লিচু, ভারঃ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ চিলমারী উপজেলা শাখা।