Dhaka ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রাম নির্বাচনী মামলা: সুপ্রিম কোর্টে গেলেন শুভেন্দু অধিকারী

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ৪৫ Time View

তপনকান্তি মন্ডল, বিশেষ প্রতিনিধি:

কলকাতা হাইকোর্টের পরিবর্তে দেশের অন্য যে কোন রাজ্যের হাইকোর্টে নন্দীগ্রাম নির্বাচনী মামলা সরানোর আবেদন জানালেন বিবাদী শুভেন্দু অধিকারী।

আবেদন নম্বর ১১৩৪/২০২১। সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে তাঁর দায়ের করা ইপি ০১/২০২১ নম্বর মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে অন্যত্র সরানো দাবিতে আইনি প্রক্রিয়া ছাড়াও সামাজিক মাধ্যমসহ প্রকাশ্যে সরব হন। বিচারপতি চন্দ এরূপ পরিকল্পিত নিন্দাজনক ও অপমানকর ঘটনায় বিচার ব্যবস্থাকে কলুষিত করার প্রবণতা লক্ষ্য করে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের কোর্টে বিচারাধীন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে কৌশিক চন্দের নিয়োগ প্রক্রিয়ায় স্থায়ীকরণের বিষয়ে গত এপ্রিল মাসে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের প্রস্তাবে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অসম্মতি প্রকাশ করেন। সেজন্য তাঁর আশঙ্কা হয় যে, এই মামলায় বিচারপতি চন্দ নিরপেক্ষ ভূমিকা পালন করতে নাও পারেন। অন্য অভিযোগ ছিল যে বিচারপতি হবার আগে ২০১৪-১৫ সালে তিনি আইনজীবী হিসাবে বিজেপির পক্ষে মামলা করেছেন এবং তাদের কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

এখন বিবাদী শুভেন্দু অধিকারীর পক্ষে আবেদনে বলা হয়েছে যে, কলকাতা হাইকোর্টে বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অসম্মতির কারণে যদি একজন বিচারপতির নিরপেক্ষতায় আস্থা রাখতে না পারেন তাহলে প্রকারান্তরে তিনি যে সকল বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সম্মতি প্রদান করেছেন তাদের কাছ থেকে নিশ্চয়ই বাড়তি সুবিধা আদায় করে নিতে পারেন । সে ক্ষেত্রে বিবাদীর নিরপেক্ষ বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যায়। সেই কারণে নন্দীগ্রাম নির্বাচনী মামলা কলকাতার বাইরে অন্য যে কোন রাজ্যের হাইকোর্টে স্থানান্তরের জন্য দেশের শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

নন্দীগ্রাম নির্বাচনী মামলা: সুপ্রিম কোর্টে গেলেন শুভেন্দু অধিকারী

Update Time : ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

তপনকান্তি মন্ডল, বিশেষ প্রতিনিধি:

কলকাতা হাইকোর্টের পরিবর্তে দেশের অন্য যে কোন রাজ্যের হাইকোর্টে নন্দীগ্রাম নির্বাচনী মামলা সরানোর আবেদন জানালেন বিবাদী শুভেন্দু অধিকারী।

আবেদন নম্বর ১১৩৪/২০২১। সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে তাঁর দায়ের করা ইপি ০১/২০২১ নম্বর মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে অন্যত্র সরানো দাবিতে আইনি প্রক্রিয়া ছাড়াও সামাজিক মাধ্যমসহ প্রকাশ্যে সরব হন। বিচারপতি চন্দ এরূপ পরিকল্পিত নিন্দাজনক ও অপমানকর ঘটনায় বিচার ব্যবস্থাকে কলুষিত করার প্রবণতা লক্ষ্য করে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের কোর্টে বিচারাধীন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে কৌশিক চন্দের নিয়োগ প্রক্রিয়ায় স্থায়ীকরণের বিষয়ে গত এপ্রিল মাসে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের প্রস্তাবে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অসম্মতি প্রকাশ করেন। সেজন্য তাঁর আশঙ্কা হয় যে, এই মামলায় বিচারপতি চন্দ নিরপেক্ষ ভূমিকা পালন করতে নাও পারেন। অন্য অভিযোগ ছিল যে বিচারপতি হবার আগে ২০১৪-১৫ সালে তিনি আইনজীবী হিসাবে বিজেপির পক্ষে মামলা করেছেন এবং তাদের কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

এখন বিবাদী শুভেন্দু অধিকারীর পক্ষে আবেদনে বলা হয়েছে যে, কলকাতা হাইকোর্টে বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অসম্মতির কারণে যদি একজন বিচারপতির নিরপেক্ষতায় আস্থা রাখতে না পারেন তাহলে প্রকারান্তরে তিনি যে সকল বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সম্মতি প্রদান করেছেন তাদের কাছ থেকে নিশ্চয়ই বাড়তি সুবিধা আদায় করে নিতে পারেন । সে ক্ষেত্রে বিবাদীর নিরপেক্ষ বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যায়। সেই কারণে নন্দীগ্রাম নির্বাচনী মামলা কলকাতার বাইরে অন্য যে কোন রাজ্যের হাইকোর্টে স্থানান্তরের জন্য দেশের শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে।