দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি:
দুপচাঁচিয়ায় জাতীয় অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারন সভা জাতীয় অনলাইন প্রেস ক্লাব দুপচাঁচিয়া শাখা কার্যালয়ে বিকেল ৪ ঘটিকায় বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃমাকছুদ আলম হাওলাদার এর সভাপতিত্বে ও জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মলনে সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আব্দুস সালাম মীর, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃরফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃমাছুদ রানা।নির্বাচন পরিচালনা করেন বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আঃ মতিন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃমাকছুল আলম হাওলাদার, দুপচাঁচিয়া জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃমোসাব্বর হাসান মুসা, যুগ্ম সাধারন সম্পাদক ডাঃআব্দুল করিম সহ সাধারন সম্পাদক মোঃরফিকুল ইসলাম, নূর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন বগুড়া সদর উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃহায়দার মিঠু, সাধারণ সম্পাদক মোঃ সজল ও বগুড়া জেলা কমিটির অন্যতম সদস্য মোঃআশিক সুজন সহ জাতীয় অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যগন।
উক্ত সম্মলনে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।