Dhaka ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

ঢাকায় হাবিব ব্যাংকের প্রেসিডেন্ট মুহাম্মদ নাসির সেলিম

  • Reporter Name
  • Update Time : ০১:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

তিন দিনের সফরে ঢাকা এসেছেন হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ নাসির সেলিম। তিনি আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ব্যাংকটির সারা বিশ্বে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ বাজারগুলোর ভেতর অর্থনৈতিক সংযোগ আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করা এইচবিএল বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি ব্যাংক। বাংলাদেশে ব্যাংকটি ৪৫ বছরেরও বেশি সময় ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। গ্রাহককেন্দ্রিকতা ও উদ্ভাবনী সেবার জন্য এইচবিএল বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (একেএফিডি) ব্যাংকটির ৫১% শেয়ার ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ করে।

সফরকালীন মুহাম্মদ নাসির সেলিম বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়ী নেতা ও সরকারি-বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশ যখন বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে তখন এই সফর সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিশেষত চীন-মধ্যপ্রাচ্য-দক্ষিণ এশিয়া বাণিজ্য করিডোরে বাংলাদেশের নতুন সম্ভাবনার প্রেক্ষাপটে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও আঞ্চলিক বাণিজ্য সংযোগ জোরদারে দেশের লক্ষ্য অর্জনে এইচবিএল একটি কার্যকর অংশীদার হিসেবে কাজ করছে। ব্যাংকটি বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি, অবকাঠামোগত অর্থায়ন ও দেশি-বিদেশি গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সমাধান প্রদান করছে। এইচবিএল বাংলাদেশ এখন সম্মানিত গ্রাহকদের জন্য আরএমবি/সিএনওয়াই (রেনমিনবি) মুদ্রায় অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে। দক্ষিণ এশিয়া ও এমইএনএ অঞ্চলের তিনটি ব্যাংকের মধ্যে এইচবিএল অন্যতম যারা চীনে অ্যান্ড টু অ্যান্ড আরএমবি ইন্টারমিডিয়েশন সেবা দিয়ে থাকে। এর ফলে চীনের রাষ্ট্রায়ত্ত ও শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছে এইচবিএল।

মুহাম্মদ নাসির সেলিম ২০২৪ সালের মার্চ মাসে এইচবিএল-এর প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালে ব্যাংকে যোগদানের পর থেকে তিনি হেড অফ গ্লোবাল অপারেশনস, হেড অফ ব্রাঞ্চ অ্যান্ড ইসলামিক ব্যাংকিং ও চিফ অপারেটিং অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্র, আবুধাবি ও পাকিস্তানে ৩৬ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে তার। আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, সিটি গ্রুপ এবং আবুধাবি ইসলামিক ব্যাংকের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

পেরুর সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ১৫ বছরের কারাদণ্ড

ঢাকায় হাবিব ব্যাংকের প্রেসিডেন্ট মুহাম্মদ নাসির সেলিম

Update Time : ০১:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

তিন দিনের সফরে ঢাকা এসেছেন হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ নাসির সেলিম। তিনি আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ব্যাংকটির সারা বিশ্বে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ বাজারগুলোর ভেতর অর্থনৈতিক সংযোগ আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করা এইচবিএল বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি ব্যাংক। বাংলাদেশে ব্যাংকটি ৪৫ বছরেরও বেশি সময় ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। গ্রাহককেন্দ্রিকতা ও উদ্ভাবনী সেবার জন্য এইচবিএল বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (একেএফিডি) ব্যাংকটির ৫১% শেয়ার ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ করে।

সফরকালীন মুহাম্মদ নাসির সেলিম বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়ী নেতা ও সরকারি-বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশ যখন বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে তখন এই সফর সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিশেষত চীন-মধ্যপ্রাচ্য-দক্ষিণ এশিয়া বাণিজ্য করিডোরে বাংলাদেশের নতুন সম্ভাবনার প্রেক্ষাপটে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও আঞ্চলিক বাণিজ্য সংযোগ জোরদারে দেশের লক্ষ্য অর্জনে এইচবিএল একটি কার্যকর অংশীদার হিসেবে কাজ করছে। ব্যাংকটি বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি, অবকাঠামোগত অর্থায়ন ও দেশি-বিদেশি গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সমাধান প্রদান করছে। এইচবিএল বাংলাদেশ এখন সম্মানিত গ্রাহকদের জন্য আরএমবি/সিএনওয়াই (রেনমিনবি) মুদ্রায় অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে। দক্ষিণ এশিয়া ও এমইএনএ অঞ্চলের তিনটি ব্যাংকের মধ্যে এইচবিএল অন্যতম যারা চীনে অ্যান্ড টু অ্যান্ড আরএমবি ইন্টারমিডিয়েশন সেবা দিয়ে থাকে। এর ফলে চীনের রাষ্ট্রায়ত্ত ও শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছে এইচবিএল।

মুহাম্মদ নাসির সেলিম ২০২৪ সালের মার্চ মাসে এইচবিএল-এর প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালে ব্যাংকে যোগদানের পর থেকে তিনি হেড অফ গ্লোবাল অপারেশনস, হেড অফ ব্রাঞ্চ অ্যান্ড ইসলামিক ব্যাংকিং ও চিফ অপারেটিং অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্র, আবুধাবি ও পাকিস্তানে ৩৬ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে তার। আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, সিটি গ্রুপ এবং আবুধাবি ইসলামিক ব্যাংকের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি।