Dhaka ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ডায়মণ্ড হারবারে দেশবরেণ্য চারুচন্দ্র ভান্ডারীর প্রয়াণ দিবস পালন

  • Reporter Name
  • Update Time : ১০:৫৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
  • ১৩৭ Time View

তপনকান্তি মন্ডল, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত :

আজ দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ডায়মণ্ড হারবারে উদ্দীপনার সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম গান্ধীবাদী নেতা, ভূদান আন্দোলনে আচার্য বিনোবা ভাবের ভাবশিষ্য ও পশ্চিম বঙ্গের প্রথম খাদ্যমন্ত্রী দেশবরেণ্য চারুচন্দ্র ভান্ডারীর ৩৮ তম প্রয়াণ দিবস পালন করা হয়।

দেশবরেণ্য চারুচন্দ্র ভাণ্ডারী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন ডায়মণ্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ। তিনি চারুচন্দ্রের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।

১৮৯৬ সালের ১৯ শে অক্টোবর কুল্পী থানার শ্যামবসুরচক গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান গান্ধীবাদী মহাপুরুষ। তিনি ছিলেন আজীবন মানুষের সেবায় নিবেদিতপ্রাণ । তাঁর সমস্ত বিষয়সম্পত্তি জনস্বার্থে দান করে গেছেন। ১৯৮৫ সালের ২৪ শে জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁরই প্রতিষ্ঠিত হটুগঞ্জের খাদি মন্দির আশ্রমে।

আজ তাঁরই স্মৃতি বিজড়িত ডায়মণ্ড হারবার গ্ৰামস্বরাজ ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চারুচন্দ্র ভাণ্ডারী স্মৃতি রক্ষা কমিটির সভাপতি সুবোধ কুমার হালদার। মহকুমা শাসক অঞ্জন ঘোষ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ডায়মন্ড হারবার থানার আই,সি, অনুদ্রুতি মজুমদার, পৌরসভার চেয়ারপারসন প্রণব দাস, স্থানীয় কাউন্সিলর অমিত সাহা, খাদি মন্দিরের সভাপতি কার্তিক ভান্ডারী, চাষী কৈবর্ত সমাজের সভাপতি নীহার রঞ্জন মণ্ডল ও বহু বিশিষ্ট ব্যক্তি বর্গ।

আজকের অনুষ্ঠানে চারুচন্দ্রের দীর্ঘদিনের সহযোগী ও সহকর্মীদের উপস্থিতি ও আলোচনা থেকে চারুচন্দ্রের জীবনের অনেক অজানা কথা উঠে আসে। তাঁরই প্রতিষ্ঠিত হটুগঞ্জ খাদি মন্দিরের বিপুল সম্পত্তি ও আশ্রমের স্বপ্ন রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের ডাক দেন হটুগঞ্জের ভুমিপুত্র ও অবসর প্রাপ্ত শিক্ষক জগদীশ বাবু। প্রাক্তন অধ্যাপক ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলা সংস্কৃতি পরিষদের সভাপতি মাধাই বৈদ্য আগামী দিনে চারুবাবুর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে স্বনির্ভর গ্রাম গড়তে ছোট ছোট কর্মসুচি গ্রহণের পরামর্শ দেন। নামখানা, কাকদ্বীপ, জয়নগর প্রভৃতি এলাকা থেকে আগত একাধিক খাদি মন্দিরের সহযোগী ব্যক্তিরা নতুন করে খাদি আন্দোলনের কথা বলেন। ডায়মন্ড হারবার চাষি কৈবর্ত সমাজের সম্পাদক সিদ্ধানন্দ পুরকাইত গ্রাম স্বরাজ ভবনকে কেন্দ্র করে “চারুচন্দ্র ভান্ডারী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র” ও দাতব্য চিকিৎসা কেন্দ্র চালু করার প্রস্তাব দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

ডায়মণ্ড হারবারে দেশবরেণ্য চারুচন্দ্র ভান্ডারীর প্রয়াণ দিবস পালন

Update Time : ১০:৫৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২

তপনকান্তি মন্ডল, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত :

আজ দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ডায়মণ্ড হারবারে উদ্দীপনার সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম গান্ধীবাদী নেতা, ভূদান আন্দোলনে আচার্য বিনোবা ভাবের ভাবশিষ্য ও পশ্চিম বঙ্গের প্রথম খাদ্যমন্ত্রী দেশবরেণ্য চারুচন্দ্র ভান্ডারীর ৩৮ তম প্রয়াণ দিবস পালন করা হয়।

দেশবরেণ্য চারুচন্দ্র ভাণ্ডারী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন ডায়মণ্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ। তিনি চারুচন্দ্রের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।

১৮৯৬ সালের ১৯ শে অক্টোবর কুল্পী থানার শ্যামবসুরচক গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান গান্ধীবাদী মহাপুরুষ। তিনি ছিলেন আজীবন মানুষের সেবায় নিবেদিতপ্রাণ । তাঁর সমস্ত বিষয়সম্পত্তি জনস্বার্থে দান করে গেছেন। ১৯৮৫ সালের ২৪ শে জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁরই প্রতিষ্ঠিত হটুগঞ্জের খাদি মন্দির আশ্রমে।

আজ তাঁরই স্মৃতি বিজড়িত ডায়মণ্ড হারবার গ্ৰামস্বরাজ ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চারুচন্দ্র ভাণ্ডারী স্মৃতি রক্ষা কমিটির সভাপতি সুবোধ কুমার হালদার। মহকুমা শাসক অঞ্জন ঘোষ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ডায়মন্ড হারবার থানার আই,সি, অনুদ্রুতি মজুমদার, পৌরসভার চেয়ারপারসন প্রণব দাস, স্থানীয় কাউন্সিলর অমিত সাহা, খাদি মন্দিরের সভাপতি কার্তিক ভান্ডারী, চাষী কৈবর্ত সমাজের সভাপতি নীহার রঞ্জন মণ্ডল ও বহু বিশিষ্ট ব্যক্তি বর্গ।

আজকের অনুষ্ঠানে চারুচন্দ্রের দীর্ঘদিনের সহযোগী ও সহকর্মীদের উপস্থিতি ও আলোচনা থেকে চারুচন্দ্রের জীবনের অনেক অজানা কথা উঠে আসে। তাঁরই প্রতিষ্ঠিত হটুগঞ্জ খাদি মন্দিরের বিপুল সম্পত্তি ও আশ্রমের স্বপ্ন রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের ডাক দেন হটুগঞ্জের ভুমিপুত্র ও অবসর প্রাপ্ত শিক্ষক জগদীশ বাবু। প্রাক্তন অধ্যাপক ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলা সংস্কৃতি পরিষদের সভাপতি মাধাই বৈদ্য আগামী দিনে চারুবাবুর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে স্বনির্ভর গ্রাম গড়তে ছোট ছোট কর্মসুচি গ্রহণের পরামর্শ দেন। নামখানা, কাকদ্বীপ, জয়নগর প্রভৃতি এলাকা থেকে আগত একাধিক খাদি মন্দিরের সহযোগী ব্যক্তিরা নতুন করে খাদি আন্দোলনের কথা বলেন। ডায়মন্ড হারবার চাষি কৈবর্ত সমাজের সম্পাদক সিদ্ধানন্দ পুরকাইত গ্রাম স্বরাজ ভবনকে কেন্দ্র করে “চারুচন্দ্র ভান্ডারী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র” ও দাতব্য চিকিৎসা কেন্দ্র চালু করার প্রস্তাব দেন।