সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের বধ্যভূমিতে “জাঠিভাঙ্গা” গণহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন।
২৩ এপ্রিল (শুক্রবার) শহীদদের প্রতি ফুলের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি জানান সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিধি মেনে জাঠিভাঙ্গা শহীদদের স্মরনে নির্মিত বধ্যভূমিতে সম্মান প্রদান করেন।
এসময় অন্যানের মত উপস্থিত থেকে শ্রদ্ধা জানান সদর উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক কমান্ডারগণ,শুখানপুকুরী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ এপ্রিল এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর সদস্যরা সদর উপজেলার ১৫টি গ্রামে ৩ হাজারের বেশি নিরীহ বাঙালিকে জাঠিভাঙ্গায় জড়ো করে হত্যা করেছিল তখন থেকেই এই দিনটিকে জাটিভাঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে।