Dhaka ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চোরাই ব্যান্ডউইথের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে সরকার

  • Reporter Name
  • Update Time : ০৮:১৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১৮ Time View

অবৈধ পথে আসা ব্যান্ডউইথের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ অবৈধ কার্যক্রম রুখতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৪ মে) বিটিআরসির চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের টেলিকম শাখার উপসচিব মো. মামুনুর রশিদের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, যেসব ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) এখনো মনিটরিংয়ের আওতায় আসেনি, সেগুলোকে দ্রুত কার্যকর মনিটরিংয়ের অধীনে আনতে হবে। পাশাপাশি চোরাই পথে ব্যান্ডউইথের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় অন্যান্য উদ্যোগও নিতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে যশোর রোড এবং কুয়াকাটায় অবস্থিত আনমনিটর্ড আইটিসিগুলোর পয়েন্ট অব প্রেসেন্স (পপ)গুলো আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, এ অবৈধ ব্যবসায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত চোরাই ব্যান্ডউইথ কিছু অসাধু আইটিসি অপারেটর বা স্থানীয় আইএসপির মাধ্যমে অবৈধভাবে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। মনিটরিংয়ের বাইরে থাকা কিছু আইটিসি পপ থেকে বৈধ হিসাব ছাড়াই ব্যান্ডউইথ তুলে এনে সেগুলো প্রত্যন্ত অঞ্চলে ছোট আইএসপি বা ক্যাবল অপারেটরদের কাছে বিক্রি করা হয়। এতে একদিকে যেমন সরকার নির্ধারিত রাজস্ব আদায় হয় না, অন্যদিকে নেটওয়ার্ক নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

চোরাই ব্যান্ডউইথের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে সরকার

Update Time : ০৮:১৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

অবৈধ পথে আসা ব্যান্ডউইথের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ অবৈধ কার্যক্রম রুখতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৪ মে) বিটিআরসির চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের টেলিকম শাখার উপসচিব মো. মামুনুর রশিদের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, যেসব ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) এখনো মনিটরিংয়ের আওতায় আসেনি, সেগুলোকে দ্রুত কার্যকর মনিটরিংয়ের অধীনে আনতে হবে। পাশাপাশি চোরাই পথে ব্যান্ডউইথের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় অন্যান্য উদ্যোগও নিতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে যশোর রোড এবং কুয়াকাটায় অবস্থিত আনমনিটর্ড আইটিসিগুলোর পয়েন্ট অব প্রেসেন্স (পপ)গুলো আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, এ অবৈধ ব্যবসায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত চোরাই ব্যান্ডউইথ কিছু অসাধু আইটিসি অপারেটর বা স্থানীয় আইএসপির মাধ্যমে অবৈধভাবে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। মনিটরিংয়ের বাইরে থাকা কিছু আইটিসি পপ থেকে বৈধ হিসাব ছাড়াই ব্যান্ডউইথ তুলে এনে সেগুলো প্রত্যন্ত অঞ্চলে ছোট আইএসপি বা ক্যাবল অপারেটরদের কাছে বিক্রি করা হয়। এতে একদিকে যেমন সরকার নির্ধারিত রাজস্ব আদায় হয় না, অন্যদিকে নেটওয়ার্ক নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।