Dhaka ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে জনতার বাংলাদেশ পার্টির আইনি নোটিশ

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ১৯ Time View

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার আগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে লিগ্যাল নোটিশ দিয়েছে জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠিয়েছেন তিনি।

সেখানে বলা হয়েছে, গত ১৩ মার্চ এডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মোলন করে জনতার বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ ঘটান। এরপর গত ২০ এপ্রিল দলের নিবন্ধের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেন।

“কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম ইলিয়াস কাঞ্চনের ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে গঠিত নতুন দলটি ২৫ এপ্রিল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি বাংলাদেশ-এর নাম প্রায় একইরূপ হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এতে আমাদের মারাত্মক ক্ষতি সাধন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তেমনি গণতন্ত্রের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।”

নোটিশে আরও বলা হয়, জনতা নামটি ব্যবহার করে যে দলগুলো ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে সেগুলো হলো, জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি। দলগুলোর নাম কাছাকাছি হওয়া সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

“রাজনীতি দলগুলো কোন প্রকার হাসি তামাশার পাত্র হতে পারে না। তাই ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি হিসেবে জনতার বাংলাদেশ পার্টি’র পক্ষ থেকে “জনতার পার্টি বাংলাদেশ” নামে দল গঠন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একইসাথে অন্য স্বতন্ত্র নামে দল গঠনের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে জনতার বাংলাদেশ পার্টির আইনি নোটিশ

Update Time : ০২:৪৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার আগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে লিগ্যাল নোটিশ দিয়েছে জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠিয়েছেন তিনি।

সেখানে বলা হয়েছে, গত ১৩ মার্চ এডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মোলন করে জনতার বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ ঘটান। এরপর গত ২০ এপ্রিল দলের নিবন্ধের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেন।

“কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম ইলিয়াস কাঞ্চনের ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে গঠিত নতুন দলটি ২৫ এপ্রিল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি বাংলাদেশ-এর নাম প্রায় একইরূপ হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এতে আমাদের মারাত্মক ক্ষতি সাধন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তেমনি গণতন্ত্রের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।”

নোটিশে আরও বলা হয়, জনতা নামটি ব্যবহার করে যে দলগুলো ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে সেগুলো হলো, জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি। দলগুলোর নাম কাছাকাছি হওয়া সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

“রাজনীতি দলগুলো কোন প্রকার হাসি তামাশার পাত্র হতে পারে না। তাই ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি হিসেবে জনতার বাংলাদেশ পার্টি’র পক্ষ থেকে “জনতার পার্টি বাংলাদেশ” নামে দল গঠন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একইসাথে অন্য স্বতন্ত্র নামে দল গঠনের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”