Dhaka ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে তিন হাজার ২৮৫ জনের মৃত্যু আক্রান্ত সাড়ে তিন লাখেরও বেশি

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। এরই মধ্যে দেশটিতে ভাইরাসজনিত মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মারা গেছেন তিন হাজার ২৮৫ জন। এর আগে একদিনে ৩ হাজারের বেশি মৃত্যু দেখেনি দেশটি। এছাড়া প্রথমবারের মতো ভারতে সাড়ে ৩ লাখের বেশি মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৩ লাখ ৬২ হাজার ৯০২ জনের সংক্রমণ হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২ লাখ ১ হাজার ১৬৫ জন।

সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে। এখানে নেই পর্যাপ্ত আইসিইউ— এমনকি কোনো বেডও খালি পাওয়া যাচ্ছে না।

যারা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাদেরকে শ্মশানে নিয়ে শবদাহ করা যাচ্ছে না। কারণ, সেখানে জায়গা নেই। তাদের জন্য বিভিন্ন মাঠ ও পার্ককে অস্থায়ী শ্মশান হিসেবে ব্যবহার করা হচ্ছে। পার্ক এবং অন্যান্য ফাঁকা জায়গাগুলোকে মরদেহ দাহ করার জন্য ব্যবহার করা হচ্ছে। কর্মীরা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। অবস্থা এতটাই ভয়াবহ যে পরিবারগুলোকে তাদের প্রিয়জনের মরদেহ নিয়ে শ্মশানের বাহিরে অপেক্ষা করতে হচ্ছে। তবুও নিয়ম অনুযায়ী ঠিকভাবে দাহ্য করানো সম্ভব হয়ে উঠছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে তিন হাজার ২৮৫ জনের মৃত্যু আক্রান্ত সাড়ে তিন লাখেরও বেশি

Update Time : ০৮:২১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। এরই মধ্যে দেশটিতে ভাইরাসজনিত মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মারা গেছেন তিন হাজার ২৮৫ জন। এর আগে একদিনে ৩ হাজারের বেশি মৃত্যু দেখেনি দেশটি। এছাড়া প্রথমবারের মতো ভারতে সাড়ে ৩ লাখের বেশি মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৩ লাখ ৬২ হাজার ৯০২ জনের সংক্রমণ হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২ লাখ ১ হাজার ১৬৫ জন।

সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে। এখানে নেই পর্যাপ্ত আইসিইউ— এমনকি কোনো বেডও খালি পাওয়া যাচ্ছে না।

যারা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাদেরকে শ্মশানে নিয়ে শবদাহ করা যাচ্ছে না। কারণ, সেখানে জায়গা নেই। তাদের জন্য বিভিন্ন মাঠ ও পার্ককে অস্থায়ী শ্মশান হিসেবে ব্যবহার করা হচ্ছে। পার্ক এবং অন্যান্য ফাঁকা জায়গাগুলোকে মরদেহ দাহ করার জন্য ব্যবহার করা হচ্ছে। কর্মীরা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। অবস্থা এতটাই ভয়াবহ যে পরিবারগুলোকে তাদের প্রিয়জনের মরদেহ নিয়ে শ্মশানের বাহিরে অপেক্ষা করতে হচ্ছে। তবুও নিয়ম অনুযায়ী ঠিকভাবে দাহ্য করানো সম্ভব হয়ে উঠছে না।