Dhaka ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় আনসার আল ইসলামের দুই সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ০১:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ৩৭ Time View
খুলনা প্রতিনিধিঃ
খুলনার ময়লাপোতা মোড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে সিআইডি। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বোমা তৈরির সরঞ্জামসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
রাতে সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সিআইডির সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এসব কথা জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম ও সিআইডির খুলনা ইউনিট যৌথভাবে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে বিকেলে আনসার আল ইসলামের সদস্য নাসিম ও হাসানকে আটক করে। এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, একটি এয়ারগান, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য সংগ্রহ ফরম ও জিহাদী বই উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‌তারা উগ্রবাদী মতবাদ প্রচারণা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় ও নাশকতার পরিকল্পনা করে আসছিল।
সহকারী পুলিশ সুপার জানান, তাদের অন্য সহযোগিদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

খুলনায় আনসার আল ইসলামের দুই সদস্য আটক

Update Time : ০১:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
খুলনা প্রতিনিধিঃ
খুলনার ময়লাপোতা মোড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে সিআইডি। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বোমা তৈরির সরঞ্জামসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
রাতে সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সিআইডির সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এসব কথা জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম ও সিআইডির খুলনা ইউনিট যৌথভাবে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে বিকেলে আনসার আল ইসলামের সদস্য নাসিম ও হাসানকে আটক করে। এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, একটি এয়ারগান, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য সংগ্রহ ফরম ও জিহাদী বই উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‌তারা উগ্রবাদী মতবাদ প্রচারণা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় ও নাশকতার পরিকল্পনা করে আসছিল।
সহকারী পুলিশ সুপার জানান, তাদের অন্য সহযোগিদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।