নিজস্ব প্রতিবেদক:
মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৯শ’ ৫২ জনে। একইসময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৬৯৭ জন।
এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪২ হাজার ৪শ’। একই সময়ে সুস্থ হয়েছে ৫ হাজার ৪৭৭ জন। এনিয়ে মোট সুস্থ রোগির সংখ্যা ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।
আজ শনিবার (২৪শে এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ও বেসরকারি ৩৫০টি ল্যাবরেটরিতে ২০ হাজার ২২৮টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৫৭১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় ২ হাজার ৬৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ। আর একই সময়ে সুস্থতার হার ৮৭ দশমিক ৯৮ শতাংশ।
দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ২৩ হাজার ৫৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।