Dhaka ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

একই হাসপাতালের ১৪ নার্স অন্তঃসত্ত্বা!

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৩৬ Time View

আমেরিকার একটি হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স একইসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন। শুধু তাই নয়, তাদের সন্তান প্রসবের সময়ও কাছাকাছি। উইসকনসিনের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে এই অবাক করা ঘটনা ঘটেছে, যা ইতোমধ্যে বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘটনার কথা জানিয়েছে।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, সেন্ট ভিনসেন্ট হাসপাতাল, যা শিশুদের উন্নত চিকিৎসার জন্য সুপরিচিত, সেখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নারী সন্তান প্রসব করতে আসেন। আর সেই নবজাতকদের দেখভাল করেন হাসপাতালের নিবেদিতপ্রাণ নার্সরা। তবে এবার চিত্রটা ভিন্ন। সেই সেবিকা দলের ১৪ জন সদস্য একই সময়ে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন।

হাসপাতালের এক কর্মকর্তা এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যেন একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। এখানে অনেকে রয়েছেন যারা প্রথমবারের মতো মাতৃত্বের অভিজ্ঞতা লাভ করবেন। আমাদের অন্যান্য নার্সরা তাদের জন্য খুবই উৎসাহিত। আর হাসপাতালে নার্সদের মধ্যকার সম্পর্ক খুবই গভীর। আমি অত্যন্ত আনন্দিত যে তারা সবাই একই সময়ে এই অভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন এবং একে অপরের পাশে থাকবেন।

এই ঘটনা একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সদের জন্য আনন্দের, তেমনি বিশ্বজুড়ে বহু মানুষের কাছে বিস্ময়ের সৃষ্টি করেছে। একই কর্মস্থলে এতজন নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সত্যিই বিরল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

একই হাসপাতালের ১৪ নার্স অন্তঃসত্ত্বা!

Update Time : ০৩:৩৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

আমেরিকার একটি হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স একইসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন। শুধু তাই নয়, তাদের সন্তান প্রসবের সময়ও কাছাকাছি। উইসকনসিনের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে এই অবাক করা ঘটনা ঘটেছে, যা ইতোমধ্যে বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘটনার কথা জানিয়েছে।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, সেন্ট ভিনসেন্ট হাসপাতাল, যা শিশুদের উন্নত চিকিৎসার জন্য সুপরিচিত, সেখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নারী সন্তান প্রসব করতে আসেন। আর সেই নবজাতকদের দেখভাল করেন হাসপাতালের নিবেদিতপ্রাণ নার্সরা। তবে এবার চিত্রটা ভিন্ন। সেই সেবিকা দলের ১৪ জন সদস্য একই সময়ে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন।

হাসপাতালের এক কর্মকর্তা এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যেন একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। এখানে অনেকে রয়েছেন যারা প্রথমবারের মতো মাতৃত্বের অভিজ্ঞতা লাভ করবেন। আমাদের অন্যান্য নার্সরা তাদের জন্য খুবই উৎসাহিত। আর হাসপাতালে নার্সদের মধ্যকার সম্পর্ক খুবই গভীর। আমি অত্যন্ত আনন্দিত যে তারা সবাই একই সময়ে এই অভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন এবং একে অপরের পাশে থাকবেন।

এই ঘটনা একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সদের জন্য আনন্দের, তেমনি বিশ্বজুড়ে বহু মানুষের কাছে বিস্ময়ের সৃষ্টি করেছে। একই কর্মস্থলে এতজন নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সত্যিই বিরল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।