মোঃসাইদুল ইসলাম – নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর রানীনগর জোনাল অফিসের আওতায় দক্ষিণ রাজাপুর গ্রামের আবাসিক গ্রাহক মোঃ মজিবর রহমান পিতা মৃত হাসরত সাকিদার হিসাব নং ২৫৬/২১৭৮ মিটার নং ০০০২৯২৩ এর সার্ভিস ড্রপতার টিনের ঘর্ষনে নস্ট হয়ে যায়। কয়েকদিন ধরে রানীনগর জোনাল অফিসে ঘোরাঘুরি করলে কোন কর্মকর্তা কর্মচারী সাড়া দেননি। এমত অবস্থায় গত ১৩/০৪/২০২১ তারিখে লাইনম্যানের এক হেলপারের সাথে যোগাযোগ হয়। লাইন ম্যানের ঐ হেলপার মোটা অঙ্কের টাকার বিনিময়ে অফিসে নস্ট তারের মল্য বিচ্ছিন্ন ও পুনঃসংযোগ ফি অফিসে প্রদান না করেই সার্ভিস ড্রপতার পরিবর্তন করে দেয় যা সমিতির নিয়ম বহির্ভূত। এপারে ডেপুটি জেনারেল ম্যানেজান আকিয়াব শোয়াইব এবংসহকারী জেনারেল ম্যানেজার সাইদী সবুজ খানের সঙ্গে বললে কোন সৎ উত্তর পাওয়া যায়নি। অত্যন্ত পরিতাপের বিষয় টি কেউই আমলে নেন নি বরং সাংবাদিক হেয় পতিপন্ন করা হয। উল্লেখ্য নীনগর জোনাল অফিসে ১২ জন ও রানীনগর জোনাল অফিসের আওতায় আবাদপুকুর অভিযোগ কেন্দ্রে ১৫ জন লাইন মানদের হেলপার কাজ করে।