Dhaka ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক কমিশনার ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম বুধবার-বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা সায়েন্সল্যাব মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, বন্ধ যান চলাচল বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে: প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিষয়ে আলোচনা তাড়াহুড়ো করে শেষ করতে চায় না বিএনপি সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ২৬ Time View

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফেরে মানুষ। ব্যতিক্রম হয়নি এবারও। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের প্রথম যাত্রা শুরু হয়েছে। 

সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এর মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হলো।

এ ছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও চলবে বিশেষ ব্যবস্থায়। আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রিম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। আর এই টিকিট বিক্রি কার্যক্রম চলে ২০ মার্চ পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, স্টেশনে ঘরমুখো মানুষের ঢল। তারা ভোরের আলো না ফুটতেই এসে হাজির হয়েছেন, যাতে ট্রেন না মিস হয়ে যায়। সবার চোখে-মুখেই আনন্দের ছাপ।

অর্ণব নামের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, ঈদের বাকি আরও কিছু দিন। কিন্তু পরে গেলে ভোগান্তি বাড়তে পারে ভেবে আগেভাগেই টিকিট কিনে রেখেছিলাম। সে মোতাবেক আজ বাড়ি যাচ্ছি, মা ও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে।

নাহিদ হাসান নামে এক ব্যবসায়ী বলেন, কর্মসূত্রে যে যেখানেই থাকুক না কেন ঈদে বাড়ি ফেরার অদম্য আকাঙ্ক্ষা সবারই থাকে। আমারও ছিল। তাই টিকিট সংগ্রহ করে রেখেছিলাম। আজ বাড়ি যাচ্ছি বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে। আমার মতো বাকি যারা বাড়ি ফিরছেন, সবার যাত্রাই শুভ ও নিরাপদ হোক।

এদিকে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

একইসঙ্গে নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। 

পাশাপাশি র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু

Update Time : ০৩:৩৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফেরে মানুষ। ব্যতিক্রম হয়নি এবারও। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের প্রথম যাত্রা শুরু হয়েছে। 

সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এর মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হলো।

এ ছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও চলবে বিশেষ ব্যবস্থায়। আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রিম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। আর এই টিকিট বিক্রি কার্যক্রম চলে ২০ মার্চ পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, স্টেশনে ঘরমুখো মানুষের ঢল। তারা ভোরের আলো না ফুটতেই এসে হাজির হয়েছেন, যাতে ট্রেন না মিস হয়ে যায়। সবার চোখে-মুখেই আনন্দের ছাপ।

অর্ণব নামের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, ঈদের বাকি আরও কিছু দিন। কিন্তু পরে গেলে ভোগান্তি বাড়তে পারে ভেবে আগেভাগেই টিকিট কিনে রেখেছিলাম। সে মোতাবেক আজ বাড়ি যাচ্ছি, মা ও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে।

নাহিদ হাসান নামে এক ব্যবসায়ী বলেন, কর্মসূত্রে যে যেখানেই থাকুক না কেন ঈদে বাড়ি ফেরার অদম্য আকাঙ্ক্ষা সবারই থাকে। আমারও ছিল। তাই টিকিট সংগ্রহ করে রেখেছিলাম। আজ বাড়ি যাচ্ছি বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে। আমার মতো বাকি যারা বাড়ি ফিরছেন, সবার যাত্রাই শুভ ও নিরাপদ হোক।

এদিকে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

একইসঙ্গে নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। 

পাশাপাশি র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।