Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে – প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • ৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।

আজ (বুধবার) সকালে জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, র‌্যাবের কিছু কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ঘটনায় দেশের কিছু লোকই দায়ী। আরেক প্রশ্নের জবাবে সংসদ নেতা জাানান, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ভূমিহীনদের ঘর তৈরি করে দিয়ে একটি ঠিকানা দিতে পারা- সবচেয়ে বড় আনন্দের।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সকালে শুরু হয় একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের তৃতীয় সভা। কার্যসূচী অনুযায়ী শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি ও বিরোধী দলের সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব অন্যদিকে আসন্ন রমজান, এসব বিবেচনায় সরকার এরইমধ্যে বাজার স্বাভাবিক বিভিন্ন পদেক্ষপ নিয়েছে। স্বল্পআয়ের মানুষ যাতে সাশ্রয়ী দামে নিত্যপন্য কিনতে পারে টিসিবি, ওএমএস, ট্রাকসেল- এসব কার্যক্রমের মধ্যদিয়ে সে ব্যবস্থাও নিয়েছে সরকার।

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, র‌্যাবের কিছু কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ঘটনায় অন্যদের দোষ দিয়ে লাভ নেই। পরিকল্পিতভাবে কিছু লোক এটা করেছে। এই নিষেধাজ্ঞার জন্য দেশের কিছু লোকই দায়ী।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশে কোন ভূমিহীন থাকবে না। তাঁর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার। ভূমিহীন মানুষেরা একটা ঠিকানা পেয়েছে, প্রতিষ্ঠিত হচ্ছে- এটাকে সব থেকে বড় আনন্দের বলে উল্লে­খ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবতা ও মানবাধিকারের প্রশ্নে ইউক্রেন যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। কেবল একটি দেশের বিপক্ষে ভোট চাওয়া হলে বন্ধু প্রতিম দেশ রাশিয়ার বিপক্ষে বাংলাদেশ ভোট দেয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে – প্রধানমন্ত্রী

Update Time : ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।

আজ (বুধবার) সকালে জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, র‌্যাবের কিছু কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ঘটনায় দেশের কিছু লোকই দায়ী। আরেক প্রশ্নের জবাবে সংসদ নেতা জাানান, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ভূমিহীনদের ঘর তৈরি করে দিয়ে একটি ঠিকানা দিতে পারা- সবচেয়ে বড় আনন্দের।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সকালে শুরু হয় একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের তৃতীয় সভা। কার্যসূচী অনুযায়ী শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি ও বিরোধী দলের সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব অন্যদিকে আসন্ন রমজান, এসব বিবেচনায় সরকার এরইমধ্যে বাজার স্বাভাবিক বিভিন্ন পদেক্ষপ নিয়েছে। স্বল্পআয়ের মানুষ যাতে সাশ্রয়ী দামে নিত্যপন্য কিনতে পারে টিসিবি, ওএমএস, ট্রাকসেল- এসব কার্যক্রমের মধ্যদিয়ে সে ব্যবস্থাও নিয়েছে সরকার।

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, র‌্যাবের কিছু কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ঘটনায় অন্যদের দোষ দিয়ে লাভ নেই। পরিকল্পিতভাবে কিছু লোক এটা করেছে। এই নিষেধাজ্ঞার জন্য দেশের কিছু লোকই দায়ী।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশে কোন ভূমিহীন থাকবে না। তাঁর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার। ভূমিহীন মানুষেরা একটা ঠিকানা পেয়েছে, প্রতিষ্ঠিত হচ্ছে- এটাকে সব থেকে বড় আনন্দের বলে উল্লে­খ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবতা ও মানবাধিকারের প্রশ্নে ইউক্রেন যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। কেবল একটি দেশের বিপক্ষে ভোট চাওয়া হলে বন্ধু প্রতিম দেশ রাশিয়ার বিপক্ষে বাংলাদেশ ভোট দেয়নি।