সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে সিরিজ জেতার হাতছানি। দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করবেন লিটন-ইমনরা। অন্যদিকে, স্বাগতিকদের চাওয়া সিরিজে সমতা ফেরানো।
এমন সমীকরণ নিয়ে আজ সোমবার (১৯ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুদল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।
পাকিস্তান সফরের আগে শারজায় বাংলাদেশ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আছে মরুর দেশ আরব আমিরাতে। পাকিস্তান সফর অনিশ্চিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেয়েছে আরেকটি ম্যাচ বাড়াতে। তাতে সম্মতি দিয়েছে এমিরেটস ক্রিকেট। শেষ ম্যাচ মাঠে গড়াবে আগামী ২১ মে।