আর কতো…?
রাজ কালাম
কথার অবাধ্য কিংবা অন্যায়ের প্রতিবাদ
করলেই চলে বুকের মাঝখানে গুলিবর্ষণ,
প্রেম প্রত্যাখ্যান কিংবা মন চেয়েছে
নির্দয়,নিষ্ঠুরভাবে চলবে গণধর্ষণ।
আমলারা কায়দা করে আটকায় ফাইল,
ক্ষমতাশালীরা অন্যের জমিতে দেয় আইল,
জনপ্রতিনিধির কাছে জিম্মি সাধারণ জনতা,
সব ভণ্ডামি কোথাও নেই মানবতা।
সিন্ডিকেটের খপ্পরে আজ পুরো দেশটা
তাই ক্রেতাদের হতে হচ্ছে ধর্ষিতা,
জাতি দেখবে কি কখনো এর শেষটা
সোচ্চার হবো কি ঘোচাতে এই ব্যর্থতা?