ক্রীড়া ডেস্ক :
কোপা আমেরিকার এ গ্রুপের শেষ ম্যাচে চার দলের লড়াই, বলিভিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে উরুগুয়ে।
দুই ম্যাচই শুরু হবে ভোর ৬টায়। কনমেবল সাউথ জোন থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে লিওনেল মেসিরা। সুযোগ আছে প্যারাগুয়েরও।কোপায় গ্রুপ পর্বের ১৮ ম্যাচের নিষ্পত্তি হয়ে গেছে, বাকী মাত্র দুই, এরই মধ্যে মেসি, নেইমাররা নিজেদের দলকে গ্রুপ পর্ব থকে কনভার্ট করেছে শেষ আটে, বলিভিয়ার দৈনদশায় সুয়ারেজরাও সুপার এইটে। এ গ্রুপের চ্যাম্পিয়ন হবার দৌড় আর্জেন্টিনার, সেই রেইসে আছে প্যারাগুয়েও।
অতীত পরসিংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি লড়াইয়ে ২৮ জয় আর্জেন্টিনার, বলিভিয়ার ৭, ড্র হয়েছে ৫ ম্যাচ।আর কোপায়খেলা ১৪ অতীতের ১৪ ম্যাচে বলিভিয়ার ১ জয় আর ২ ড্র বাদে বাকী ম্যাচে শেষ হাসি আর্জেন্টিনার।তিন ম্যাচে ১জয়ে চার পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে, শেষ ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে, ৩ ম্যাচে ২ জয়ে ছয় পয়েন্ট প্যারাগুইয়ানদের। আর্জেন্টিনা হারলে আর নিজেরা জিতলে গ্রুপ চ্যাম্পিয়নের সুযোগ সুয়ারেজ কাভানিদের।এর বিপরিত হলে চারেই থেকেই যেতে হবে শেষ আটে। দুই দলের কোপার অতীত পরিসংখ্যানে ১২ জয় উরুগুয়ের, ৬টা প্যারাগুয়ের ড্র হয়েছে ৬ ম্যাচ, সেই হিসাব গোনায় ধরলে ম্যাচ জয়ের সম্ভাবনা থাকভে দুই দলেরই, সুযোগ কাজে লাগাতে পারলেই বাজিমাত।