Should এর ব্যবহার করে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়…

ভিডিও:

YOU MAY SPEAK ENGLISH COURSE

Should এর ব্যবহার :

কোন কিছু করা উচিত বুঝাতে should এর ব্যবহার করা হয়।

Sub + should + verb

তোমার হাঁটা উচিৎ :  You should walk.

তোমার দৌড়ানো উচিৎ : You sould run.

তোমার সাঁতারকাটা উচিৎ : You should swim.

তোমার লিখা উচিৎ : You should write.

তোমার পড়া উচিৎ : You should read.
তোমার হাঁটা উচিৎ :You should walk.

আমার হাঁটা উচিৎ : I should walk.

আমাদের হাঁটা উচিৎ : We should walk.

তোমাদের হাঁটা উচিৎ :You should walk.

তার হাঁটা উচিৎ : He/She should walk.

তাহাদের হাঁটা উচিৎ : They should walk.

তোমার লেখা এবং পড়া উচিৎ : You should write and read.

তোমার হাঁটা এবং দৌড়ানো উচিৎ : You should walk and run.
তোমার ভাত খাওয়া উচিৎ : You should eat rice.

তোমার দুধ খাওয়া উচিৎ : You should drink milk.

তোমার মার্কেটে যাওয়া উচিৎ : You should go to market.

তোমার হসপিটালে যাওয়া উচিৎ : You should go to hospital.

তোমার স্কুলে যাওয়া উচিৎ : You should go to school.

আমার ভাত খাওয়া উচিৎ : I should eat rice.

আমাদের ভাত খাওয়া উচিৎ : We should eat rice.

তোমার ভাত খাওয়া উচিৎ : You should eat rice.

তোমাদের ভাত খাওয়া উচিৎ : You should eat rice.

তার ভাত খাওয়া উচিৎ : He should eat rice.

তাদের ভাত খাওয়া উচিৎ : They should eat rice.

Should এবং Ought to এর মানে একই। দুটির মানেই উচিৎ।

তোমার হাঁটা উচিৎ : You should walk.
আবার ; You ought to walk.

বিঃদ্রঃ -should এর পরে to বসেনা কিন্তু ought এর পরে to বসবে এবং should/ought to এর পরে সবসময় verb এর present/base form বা verb-1 বসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে