YOU MAY SPEAK ENGLISH COURSE
ভিডিও:
আজকে আমরা must এর ব্যবহার করে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় তা জানবো।
Must একটি গুরুত্বপূর্ণ শব্দ।
Must এর ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য কথোপকথন করে থাকি।
Must এর অর্থ অবশ্যই।
কোন কিছু বাধ্যতামূলক বা অবশ্যই করতে হবে এমন বুঝাতে must এর ব্যবহার হয়।
Structure :
Sub + must + Verb 1 বা verb এর base/present form.
মনে রাখতে হবে ; Subject যাইহোক না তারপরে must বসে। এবং must এর পরে সবসময় verb 1 / verb এর present form বসে।
তুমি অবশ্যই লিখবে : You must write.
তুমি অবশ্যই পড়বে : You must read.
তুমি অবশ্যই খেলবে : You must play.
তুমি অবশ্যই সাঁতার কাটবে :
You must swim.
তুমি অবশ্যই ঘুমাবে : You must sleep.
এমনভাবে যদি subject change হয়ে যায় তাহলেও must ব্যবহার হবে।
যেমন : সে অবশ্যই লিখবে :
He must write.
সে অবশ্যই পড়বে : He must read.
তাহারা অবশ্যই খেলবে : They must play.
আমরা অবশ্যই খেলবো :
We must play.
এভাবেই আমরা প্রথমে Subject তারপর must তারপর verb 1 ব্যবহার করে must যুক্ত normal sentence তৈরি করতে পারবো।
আর যদি একটু বড় করে অর্থাৎ, object বা extension বসলে আমরা ;
Subject +must + verb 1 + extension /object
must এর ব্যবহার করে বাক্যগঠন করবো।
অবশ্যই তোমার আম্মুকে ভালোবাসবে : You must love your mom.
তুমি অবশ্যই ভাত খাবে : You must eat rice.
তুমি অবশ্যই দুধ খাবে : You must drink milk.
তুমি অবশ্যই টিভি দেখবে : You must watch TV.
তুমি অবশ্যই গান শুনবে :
You must listen music.
আমরা অবশ্যই আমাদের আম্মুকে ভালোবাসবো : We must love our mothers.
আমরা অবশ্যই আমাদের বাবা-মাকে ভালোবাসবো :
We must love our parents.
তাহারা অবশ্যই তাদের বাবা-মাকে ভালোবাসবে :
They must love their parents.
এভাবেই আমরা subject + must + verb 1 + extension ব্যবহার করে must যুক্ত বাক্য তৈরি করে ইংরেজিতে খুব সহজেই কথা বলতে পারবো।
ভিডিও: