YOU MAY SPEAK ENGLISH COURSE

ভিডিও:

আজকে আমরা শিখবো কিভাবে feel like এর ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে হয়।

কোন কিছু ইচ্ছে হচ্ছে/করছে বুঝাতে feel like এর ব্যবহার হয়।

Structure :
Subject + feel like + verb+ing +extension (যদি থাকে)

যেমন : আমার খেতে ইচ্ছে করছে:
I feel like eating.

আমার হাটতে ইচ্ছে করছে :
I feel like walking.

আমার সাঁতার কাটতে ইচ্ছে করছে :
I feel like swimming.

আমার ঘুমাতে ইচ্ছে করছে :
I feel like sleeping.

আমার গল্প করতে ইচ্ছে করছে :
I feel like gossiping.

মজার বিষয় হলো ;
প্রথমে subject বসবে; তারপর  feel like বসবে ; তারপর যে verb থাকুক না কেন ing যুক্ত করে sentence তৈরি করবো।

যদি subject এর পরিবর্তন হয় ; তাতেও কোন সমস্যা নেই।

যেমন : তার/তাহার হাঁটতে ইচ্ছে করছে : He/She feels like walking.

তাদের /তাহাদের হাঁটতে ইচ্ছে করছে : They feel like walking.

আমাদের হাঁটতে ইচ্ছে করছে : We feel like walking.

তাদের দৌড়াতে ইচ্ছে করছে : They feel like running.

তাদের টিভি দেখতে ইচ্ছে করছে : They feel like watching TV.

তাদের গান শুনতে ইচ্ছে করছে : They feel like listening music.

তার গান শুনতে ইচ্ছে করছে :
He/She feels like listening music.

তার টিভি দেখতে ইচ্ছে করছে :
He/She feels like watching TV.

তার হাঁটতে ইচ্ছে করছে : He/She feels like walking.

একটি বিষয় খেয়াল রাখতে হবে ; শুধু subject যদি 3rd person singular number হয় তাহলে feels like হবে ; আর সব জায়গায় feel like হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে