🌹 ফিরে এসো বাংলায়🌹

মহঃ আজাহারুদ্দিন সেখ

ডাকছে তোমার সবুজ মাঠ
ডাকছে নদী নালা,
ডাকছে তোমায় পাড়ার ছেলে
ডাকছে পৌষ মেলা।

তোমার আশায় ফোটে রোজ
গাছে গাছে ফুল,
তোমার জন্য অধীর হয়ে
আছে নদীর কূল।

কোকিল শোনায় সকাল সন্ধ্যা
তোমার বিরহ কথা,
ভূমিহীন কুঁড়ে ঘরটাও
পাচ্ছে করুন ব্যাথা।

পাড়ায় পাড়ায় দূর্গো পুজোয়
উঠছেনা সুর ঢোলে,
খুশির জোয়ার যায়না দেখা
পবিত্র ঈদ এলে।

বাংলার বাতাস থমকে গেছে
রয়েছো দূরে তাই,
তোমার দরুন এক তারাটা
বন্ধ হয়ে রয়।

নদী- নালা, মাঠ-ঘাট আর
পশু পাখি ডেকে যায়,
প্রকৃতির সারায় আজ
ফিরে এসো বাংলায়।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে