মন্জু হোসেন, ব্যুরো প্রধান (পঞ্চগড়):

পঞ্চগড়ের বোদা উপজেলায় তিন বোতল বিদেশি মদসহ পলাশ রায় আকাশ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আকাশ একই উপজেলার ধামেরঘাট (ঝাড়পাড়া) গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তিন বোতল বিদেশি মদসহ আকাশকে আটক করা হয়। সে সময় তার সঙ্গে থাকা দুই-তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে,পালিয়ে যাওয়াদের আটকের চেষ্টা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে