Dhaka ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিকেএইচ গভীর নলকূপের ১৬বছরে পদার্পন

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • ১৫৯ Time View
ইমদাদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন তিনটি গ্রাম কেন্দ্র করে ভরতপুর,কুলবাড়িয়া, হরিপুর(বিকেএইচ) এর সম্মিলিত প্রচেষ্টায় ২০০৪সালে ৬৯ জন সদস্যকে নিয়ে গভীর নলকূপের একটি সমবায় সমিতি গড়ে ওঠে যার সরকারি নিবন্ধন নং-ঝিনাইদহ নলকু-২৭,২৮।
বিগত ২০০০ সালের দিকে অত্র এলাকায় ডিজেল চালিত সেচ মেশিন দ্বারা পানি উত্তলন করে বেশ ব্যায় বহুল ও পরিশ্রম। এর ধারাবাহিকতায় অত্র এলাকার সচেতন নাগরিক অনেক চিন্তা ভাবনা করে একটি সমবায সমিতি গড়ে তোলে এবং সিদ্ধান্ত নেয় সব সেলো-মেশিন বন্ধ করে বিদ্যুৎ ব্যবহার করে গভীর নলকূপ স্থাপন করা যায়। এসময় সকল মানুষকে সদস্য হওয়ার জন্য বলা হয়। এর পর তিন গ্রামের ৬৯ জন সদস্য মিলিত হয়ে একটি গভীর নলকূপ ২০০৪ সালে স্থাপন করা হয়।প্রার্থমিক পর্যায় অনেক ব্যায় বহুল করে কোন ফল পায় নি।তার পর সমিতির সম্মিলিত সিদ্ধান্তে আরেকটি গভীর নলকূপ স্থাপন করেন। এই গভীর নলকূপের সকল সদস্যের সম্মিতক্রমে ২বছর পর পর নতুন কমিটি গঠন করা হয়। বর্তমান কমিটির সভাপতি, জনাব আব্দুল মালেক,ভরতপুর ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হরিপুর। এবং উক্ত সমিতির বেতন ভুক্ত ১জন ম্যানজার ৪জন লাইনম্যান কর্মরত আছেন।াএছাড়া ও অনেক বাধা পেরিয়ে অর্থিক ভাবে কৃষকরাও লাভবান হন। উক্ত গভীর নলকূপের অধিনের ফসলাদি উৎপদনের জমির নির্দিষ্ট মানচিত্র অঙ্কন করে সরকারি নিবন্ধন ভুক্ত হন।
বর্তমানে অত্রএলাকার কৃষকরা অল্প ব্যায়ে বেশি উৎপাদন করতে সক্ষম এবং এলাকার কৃষকরা,প্রধানমন্ত্রীর জমী চাষ সম্বন্ধের সিন্ধান্ত বাস্তবায়নে এলাকা বাসী সন্তুষ্ট।
সরকারের নিকট সকল সদস্যের আকুল আবেদন যে এই গভীর নলকূপের পিচনে কিছু কুচক্রমহল এটাকে বাজেয়াপ্ত করার লক্ষ্যে কাজ করছে। এই বিষয়ে সকল সদস্যরা প্রশাসনের সহযোগী চান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

ঝিনাইদহে বিকেএইচ গভীর নলকূপের ১৬বছরে পদার্পন

Update Time : ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
ইমদাদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন তিনটি গ্রাম কেন্দ্র করে ভরতপুর,কুলবাড়িয়া, হরিপুর(বিকেএইচ) এর সম্মিলিত প্রচেষ্টায় ২০০৪সালে ৬৯ জন সদস্যকে নিয়ে গভীর নলকূপের একটি সমবায় সমিতি গড়ে ওঠে যার সরকারি নিবন্ধন নং-ঝিনাইদহ নলকু-২৭,২৮।
বিগত ২০০০ সালের দিকে অত্র এলাকায় ডিজেল চালিত সেচ মেশিন দ্বারা পানি উত্তলন করে বেশ ব্যায় বহুল ও পরিশ্রম। এর ধারাবাহিকতায় অত্র এলাকার সচেতন নাগরিক অনেক চিন্তা ভাবনা করে একটি সমবায সমিতি গড়ে তোলে এবং সিদ্ধান্ত নেয় সব সেলো-মেশিন বন্ধ করে বিদ্যুৎ ব্যবহার করে গভীর নলকূপ স্থাপন করা যায়। এসময় সকল মানুষকে সদস্য হওয়ার জন্য বলা হয়। এর পর তিন গ্রামের ৬৯ জন সদস্য মিলিত হয়ে একটি গভীর নলকূপ ২০০৪ সালে স্থাপন করা হয়।প্রার্থমিক পর্যায় অনেক ব্যায় বহুল করে কোন ফল পায় নি।তার পর সমিতির সম্মিলিত সিদ্ধান্তে আরেকটি গভীর নলকূপ স্থাপন করেন। এই গভীর নলকূপের সকল সদস্যের সম্মিতক্রমে ২বছর পর পর নতুন কমিটি গঠন করা হয়। বর্তমান কমিটির সভাপতি, জনাব আব্দুল মালেক,ভরতপুর ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হরিপুর। এবং উক্ত সমিতির বেতন ভুক্ত ১জন ম্যানজার ৪জন লাইনম্যান কর্মরত আছেন।াএছাড়া ও অনেক বাধা পেরিয়ে অর্থিক ভাবে কৃষকরাও লাভবান হন। উক্ত গভীর নলকূপের অধিনের ফসলাদি উৎপদনের জমির নির্দিষ্ট মানচিত্র অঙ্কন করে সরকারি নিবন্ধন ভুক্ত হন।
বর্তমানে অত্রএলাকার কৃষকরা অল্প ব্যায়ে বেশি উৎপাদন করতে সক্ষম এবং এলাকার কৃষকরা,প্রধানমন্ত্রীর জমী চাষ সম্বন্ধের সিন্ধান্ত বাস্তবায়নে এলাকা বাসী সন্তুষ্ট।
সরকারের নিকট সকল সদস্যের আকুল আবেদন যে এই গভীর নলকূপের পিচনে কিছু কুচক্রমহল এটাকে বাজেয়াপ্ত করার লক্ষ্যে কাজ করছে। এই বিষয়ে সকল সদস্যরা প্রশাসনের সহযোগী চান।