রবিউল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহী দুর্গাপুরে পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধা (৫২) মরদেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার বহরমপুর গ্রামে দুর্গাপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মালেকের বাড়ির পার্শ্বে লল পুকুর নামক পুকুরে সন্ধ্যার দিকে একটি বৃদ্ধার লাশ ডুবতে দেখে প্রতিবেশী মিস্টার আলী থানায় খবর দিলে দুর্গাপুর থানা পুলিশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কে খবর দেয়। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ডুবুরি দল রাত সাড়ে আটটার দিকে লল পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধা (৫২) মৃতদেহ উদ্ধার করে। অজ্ঞাত ঐ বৃদ্ধার কোন পরিচয় পায়নি দুর্গাপুর থানা পুলিশ।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, বহরমপুর গ্রামের লল পুকুর থেকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহযোগিতায় অজ্ঞাত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে থানায় হাজতে রাখা হয়েছে।অজ্ঞাত ওই বৃদ্ধার পরিচয় মেলেনি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।