ইমদাদুল হক, ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সঞ্জয় ট্রাষ্ট।
শনিবার সকালে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা তিন শতাধিক প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চেয়ারমান জাহাঙ্গীর হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, সঞ্জয় ট্রাষ্টের প্রধান সঞ্জয় কুমার সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে