টিপু সুলতান, নন্দীগ্রাম, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির ঘটনায় আরো একজন গ্রেপ্তার হয়েছে।
১৩ ডিসেম্বর দিবাগত রাতে নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকারের নেতৃত্বে পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার বুড়ইল ইউনিয়নের আপুছাগাড়ি গ্রামের মৃত মাজেম আলীর ছেলে মানিক আলী (২৮) কে গ্রেপ্তার করে। গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের আপুছাগাড়ি গ্রামের হাটগাড়িপাড়ার আব্দুল হাকিমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই রাতে পুলিশ ঘটনাস্থল থেকে নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল গ্রামের শাজাহান আলীর ছেলে আইয়ুব আলী (৩৮) কে গ্রেপ্তার করে। সেই সাথে একটি শাটারগান, এক রাউন্ড গুলি ও একটি হাসুয়া উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।