আশরাফুল ইসলাম সুমন, সিংড়া,নাটোর:

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া স্কুল মাঠে মানবতার ঠিকানা সামাজিক সংস্হার উদ্যোগে ১০০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে বেলোয়া স্কুল মাঠে স্থানীয় শীতার্তদের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মল্লিক জাহের আহমেদ ও মানবতার ঠিকানা সামাজিক সংস্হার চেয়ারম্যান মাওলানা আব্দুল বারী রশিদী।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুকাশ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আজহারুল ইসলাম, সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, নন্দীগ্রাম, রনবাঘা বাজার ইসলামি ব্যাংক শাখার এজেন্ট, মাহফুজুর রহমান দুলাল, বগুড়া গোহাইল আশা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ এমদাদুল হক, ৩ নং ওয়ার্ড সদস্য ছোরমান আলী, মানবতার ঠিকানা সামাজিক সংস্হার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপদেষ্টা এনায়েত কবির বাবলু, শ্রী সরেশ চন্দ্র উরাঁও, কার্যনিবাহী সদস্য শ্রী বিদ্যুৎ কুমার ও আউয়াল হোসেন প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে