মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সিংড়া পৌরসভার আসন্ন নির্বাচনের প্যানেল তৈরির লক্ষে তৃনমৃল আওয়ামীলীগের কাউন্সিলরদের ভোটে বিজয়ী হয়েছেন সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জান্নাতুল ফেরদৌস।
শুক্রবার উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় ভোটে তিনি সর্বোচ্চ ৮২ ভোট পান।
অপরদিকে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন টিপু ১৪ ভোট পান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবুবক্কর সিদ্দীক রকি ৭ ভোট, পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আদনান মাহমুদ ৫ ভোট, গোলাম কবির ৩ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান ২ ভোট, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান রন্জু ২ ভোট পান।
মোট ১৩৮ টি ভোটের মধ্য ১১৭ টি ভোট কাস্ট হয়। দুটি ভোট বাতিল হয়।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জুনাইদ আহমেদ পলক এমপি।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে সিংড়া পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌসের সমর্থনের হাজার হাজার মানুষের বিশাল মিছিল হয়।