এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
মঙ্গলবার বাদ যোহর বগুড়ার কাহালু উপজেলা পরিষদের উদ্যোগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব অধ্যক্ষ হোসেন আলীর ৮ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, আওয়ামীলীগনেতা শাহজাহান আলী, ছাত্রলীগনেতা হুমায়ন আহম্মেদ (উচ্ছাস), স্বেচ্ছাসেবকলীগনেতা সাজেদুর রহমান খোকন প্রমূখ।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ আব্দুল হাই।