টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতি নিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে মাস্ক ব্যবহার ও স্বাস্হ্যবিধি মেনে না চলায় ৪ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু অনেকেই তা মানছে না। তা তদারকি করছে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এমন পরিস্থিতিতে আজ সোমবার (৩০নভেম্বর) বিকাল ৫.০০ ঘটিকায় উপজেলার রনবাঘা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত স্বাস্হ্যবিধি ও মাস্ক ব্যবহার না করায় ৪ টি মামলায় ৪ জনের ৭শত টাকা জরিমানা করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার না করায় ০৪ জনের সংক্রামক (রোগ প্রতিরোধ ও নির্মুল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় এ জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন নন্দীগ্রাম থানার এ এস আই মোঃ জাকীর।