মোংলা প্রতিনিধি (মোহাম্মাদ আলী):

মোংলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জীবনের জন্য প্রকল্পের আয়োজনে আমি কোন দিন নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা করবো না শীর্ষক গণ স্বাক্ষর কর্মসূচি সভা অনুষ্ঠিত হয়েছে।

মোংলা প্রকল্পের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানার সভাপতিত্বে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় মোংলার ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের নতুন কলি শিশু বান্ধব শিখন ও বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিতো গণ স্বাক্ষর সভায় বক্তব্য রাখেন মোংলা ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলুল্লাহ,সাপ্তাহিক মেছেরশাহ্ পত্রিকার সম্পাদক শেখ আসাদুজ্জামান দুলাল,নগর প্রতিবেশী উন্নয়ন কমিটি ইউএনডিসির সভাপতি রিনা পারভীন,সাংবাদিক মনির হোসেন,ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মাদ আলী প্রমূখ।

এ সময় বক্তরা বলেন, বর্তমান সময় ব্যাপক হারে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বেরে চলেছে। বর্তমানে টিভি,পত্রিকা গুলো দেখলে বোঝা যায় এর ভয়াবহতা কতটা। বর্তমানে আমাদের দেশের কন্যা শিশুরা কোন স্থানেই নিরাপদ নয়।স্কুল,কোচিং, পরিবার সর্বস্থরে আমাদের শিশুরা ধর্ষণের শিকরা হচ্ছে। এ ধর্ষণ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের মানসিক চেতনাকে পরিবর্তন কোরতে হবে। অন্যের শিশু কন্যাকে নিজের শিশু কন্যা মনে করতে হবে।

গণ স্বাক্ষর কর্মসূচি সভায় জীবনের জন্য প্রকল্পের সুবিধা প্রাপ্ত প্রায় অর্ধশতাধিক শিশুর পিতা উপস্থিত ছিলেন।

আলোচনা সভাশেষে উপস্থিত সবাই আমি কোন দিন নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা করবো না অঙ্গীকার বদ্ধ হয়ে গণ স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহন করে। এই গণ স্বাক্ষর কর্মসূচি আগামী ১০ ডিসেম্বার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা।

সভায় সার্বিবভাবে সহায়তা করেন ওয়ার্ল্ড ভিশনের জিবনের জন্য প্রকল্পের নতুন কলি শিশু বান্ধব শিখন ও বিনোদন কেন্দ্রের শিক্ষক শুভ্রা প্রিয়া বিশ্বাস, রাজ কুমার সরকার।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জীবনের জন্য প্রকল্প ০১ আষ্টোবর ২০১৬ থেকে মোংলায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশু,বিদ্যালয়ে না যাওয়া শিশু,বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু,১৮ বছরের নিচে পথ শিশু এবং তাদের পরিবারকে নানা সুযোগ সুবিধা প্রদান করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে