বাউফল, পটুয়াখালী প্রতিনিধি:
মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে বাউফলের কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের দোতলার সিঁড়ি ও বারান্দা।
সেখানে মাদকাসক্তদের অবাধ বিচরণসহ অশ্লীল বাক্যালাপে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী।
গতকাল রোববার (২২ নভেম্বর) বিকালে স্থানীয় একজনের ধারণ করা মাদক সেবনের এক ভিডিও ক্লিপে মেলে ৫ কিশোরের গাঁজা সেবনের দৃশ্য। সেবন কালে চারদিকে সর্তকতা চাহনির ওই কিশোররা সবাই সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী জানায় স্থানীয় কয়েকজন।
করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় সমবয়সী এসব কিশোরদের প্রতিনিয়ত সেখানে মাদকের আড্ডায় মিলিত হয়ে অশ্লিল আলাপচাতিায় বিষিয়ে উঠছেন বিদ্যালয় সংলগ্ন এলাকার একাধিক পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দ্রুত ওই মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীও জানিয়েছেন।
এ ব্যাপারে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিন বলেন, ‘বিষয়টি আমি একাধিকবার থানা পুলিশ ও জনপ্রতিনিধিদেরকে অবহিত করেছি। বখাটে আর মাদকসেবীদের এমন আড্ডায় আমি বিব্রত।’
এ ব্যাপারে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’