করোনাভাইরাসের কারণে টালমাটাল গোটা বিশ্ব। এ মহামারির দরুন বিশ্বের অধিকাংশ দেশেই লকডাউন আরোপ করা হয়। আর এতে করে অন্যান্য খাতের মতো টেলিভিশন শিল্পও সমস্যায় পড়ে। কাজ বন্ধ থাকায় এ শিল্পের সঙ্গে জড়িত অনেককেই তাই বিকল্প সন্ধান করতে হচ্ছে। ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’র পরিচিত মুখ অভিনেত্রী বন্দনা বিথলানি। অর্থ সংকটে ভোগা এ অভিনেত্রী এবার বাধ্য হয়ে রাখি বিক্রি করছেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন বন্দনা। বলেন, ‘আমি ২০১৯ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত শুট করেছি, কিন্তু শুধু মে মাসের প্রাপ্য অর্থ দেওয়া হয়েছে। আমার পাওনা কয়েক লাখ রুপি। কোনো অর্থ প্রদান ছাড়াই এক বছরের বেশি হয়েছে এবং আমার সব সঞ্চয় শেষ হয়েছে।

আমি ২০১৯ সালের নভেম্বরে মুসাকান-এ অভিনয় করেছিলাম, তবে এটি দুই মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। অবশ্য আমাকে এই শোর জন্য অর্থ প্রদান করা হয়েছিল, তবে এটি দিয়ে কত দিন চলবে? নিজেকে ব্যস্ত রাখতে এবং কিছু উপার্জনের জন্য আমি এখন রাখি তৈরি এবং অনলাইনে বিক্রি শুরু করেছি। স্পষ্টতই আমি খুব বেশি উপার্জন করছি না, তবে এ মুহূর্তে যেকোনো কিছুই ভালো।’ টাইমস অব ইন্ডিয়ার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে।

বন্দনা আরো বলেন, ‘আমার স্বামী বিপুল থিয়েটারের শিল্পী এবং মহামারির কারণে তিনিও কাজের বাইরে রয়েছেন। আমি জানুয়ারিতে শোর জন্য অডিশন দিয়েছিলাম, কিন্তু সবকিছু স্থবির হয়ে গেল। আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। আমাদের বাচ্চাদের স্কুল ও কলেজের ফিও পরিশোধ করতে হবে। আমি কেবল কিছু কাজের জন্য অপেক্ষা করছি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে